ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু, জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সাদিক কায়েম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ায় জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ইসলামী ছাত্রশিবির প্যানেলের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম।

সোমবার (১৮ আগস্ট) মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করে তিনি বলেন, “দীর্ঘ এক বছরের আন্দোলন-সংগ্রামের পর অবশেষে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে বলে আমরা আশাবাদী।”

সাদিক কায়েম আরও বলেন, “আজকের প্রেস কনফারেন্সে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই বিপ্লবের সব শহীদকে, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। একই সঙ্গে আমরা গাজীদের জন্যও দোয়া করছি, যারা বর্তমানে হাসপাতালে শয্যাশায়ী।”

তিনি জানান, ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থী এবং স্বাধীন এক্টিভিস্টরা রয়েছেন। প্যানেলটি একটি ইনক্লুসিভভাবে গঠন করা হয়েছে। সাদিক আশা প্রকাশ করেন, এই নির্বাচন প্রাণবন্ত হবে এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নতুন উদ্দীপনা তৈরি হবে।

সাদিক বলেন, “আমাদের লক্ষ্য হলো—জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠন করা এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী নতুনভাবে বিশ্ববিদ্যালয়কে সাজানো। ইনশাআল্লাহ, আমরা এ লক্ষ্য পূরণ করতে সক্ষম হবো।”

জনপ্রিয় সংবাদ

ডাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু, জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সাদিক কায়েম

আপডেট সময় ১০:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ায় জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ইসলামী ছাত্রশিবির প্যানেলের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম।

সোমবার (১৮ আগস্ট) মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করে তিনি বলেন, “দীর্ঘ এক বছরের আন্দোলন-সংগ্রামের পর অবশেষে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে বলে আমরা আশাবাদী।”

সাদিক কায়েম আরও বলেন, “আজকের প্রেস কনফারেন্সে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই বিপ্লবের সব শহীদকে, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। একই সঙ্গে আমরা গাজীদের জন্যও দোয়া করছি, যারা বর্তমানে হাসপাতালে শয্যাশায়ী।”

তিনি জানান, ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থী এবং স্বাধীন এক্টিভিস্টরা রয়েছেন। প্যানেলটি একটি ইনক্লুসিভভাবে গঠন করা হয়েছে। সাদিক আশা প্রকাশ করেন, এই নির্বাচন প্রাণবন্ত হবে এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নতুন উদ্দীপনা তৈরি হবে।

সাদিক বলেন, “আমাদের লক্ষ্য হলো—জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠন করা এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী নতুনভাবে বিশ্ববিদ্যালয়কে সাজানো। ইনশাআল্লাহ, আমরা এ লক্ষ্য পূরণ করতে সক্ষম হবো।”