ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে দলবল নিয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে এলোপাতাড়ি গুলি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৫৮২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্ট) সকালে মেখল ইউনিয়নের ইছাপুর এলাকায় মো. জাহাঙ্গীর আলমের বাসায় এ ঘটনা ঘটে। তবে বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজীজ জানান, ১৫ দিন আগে একটি বিদেশি নম্বর থেকে জাহাঙ্গীর আলমের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি অস্বীকৃতি জানানোর পরই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে ছয়জন সন্ত্রাসী আসে। এর মধ্যে চারজন বাড়িতে প্রবেশ করে এবং তিনজন অস্ত্রধারী ছিল। তারা কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এসময় দরজা-জানালা ভেঙে যায় এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মাস্ক পরিহিত চার যুবক প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করা গেছে, তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হয়নি। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

স্থানীয় সূত্রগুলো বলছে, বিদেশে পলাতক আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সহযোগীরাই হয়তো এ ঘটনার সঙ্গে জড়িত। তাঁর অনুসারীরা দীর্ঘদিন ধরেই চাঁদাবাজির সঙ্গে যুক্ত, যার ধরন হাটহাজারীর হামলার সঙ্গে মিলে যায়।

জনপ্রিয় সংবাদ

ইসলামী আন্দোলন: পিআর পদ্ধতির নির্বাচন না হলে রাজপথে নামতে হবে

চাঁদা না পেয়ে দলবল নিয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে এলোপাতাড়ি গুলি

আপডেট সময় ০৮:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্ট) সকালে মেখল ইউনিয়নের ইছাপুর এলাকায় মো. জাহাঙ্গীর আলমের বাসায় এ ঘটনা ঘটে। তবে বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজীজ জানান, ১৫ দিন আগে একটি বিদেশি নম্বর থেকে জাহাঙ্গীর আলমের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি অস্বীকৃতি জানানোর পরই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে ছয়জন সন্ত্রাসী আসে। এর মধ্যে চারজন বাড়িতে প্রবেশ করে এবং তিনজন অস্ত্রধারী ছিল। তারা কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এসময় দরজা-জানালা ভেঙে যায় এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মাস্ক পরিহিত চার যুবক প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করা গেছে, তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হয়নি। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

স্থানীয় সূত্রগুলো বলছে, বিদেশে পলাতক আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সহযোগীরাই হয়তো এ ঘটনার সঙ্গে জড়িত। তাঁর অনুসারীরা দীর্ঘদিন ধরেই চাঁদাবাজির সঙ্গে যুক্ত, যার ধরন হাটহাজারীর হামলার সঙ্গে মিলে যায়।