ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াত নেতা আব্দুল হালিম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্যের অবসান ঘটবে।”

বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি-সেক্রেটারিদের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা হালিম বলেন, “পিআর পদ্ধতির ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আসলে ভোটারদের গুরুত্ব বাড়াতেই এ পদ্ধতি প্রয়োজন। বিশ্বে প্রায় ৯০টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। আমরা এজন্যই এ পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছি।”

তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘দেশপ্রেমিক জোটকে’ জেতানোর জন্য এখন থেকেই সংগঠিত হতে হবে। এজন্য পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ে নির্বাচনী বৈঠক করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসেন, দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ মো. আনিছুর রহমান, জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

কত আসনে প্রার্থী দেবে এনসিপি, স্পষ্ট করলেন নাহিদ

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াত নেতা আব্দুল হালিম

আপডেট সময় ০৯:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্যের অবসান ঘটবে।”

বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি-সেক্রেটারিদের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা হালিম বলেন, “পিআর পদ্ধতির ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আসলে ভোটারদের গুরুত্ব বাড়াতেই এ পদ্ধতি প্রয়োজন। বিশ্বে প্রায় ৯০টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। আমরা এজন্যই এ পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছি।”

তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘দেশপ্রেমিক জোটকে’ জেতানোর জন্য এখন থেকেই সংগঠিত হতে হবে। এজন্য পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ে নির্বাচনী বৈঠক করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসেন, দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ মো. আনিছুর রহমান, জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।