কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমণ্ডলে জামায়াতে ইসলামীর সম্মেলনে আওয়ামী লীগের সহ-সভাপতির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত এ সম্মেলনে জামায়াত নেতাদের পাশে মঞ্চে বসা মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত মাস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
জানা যায়, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা-৪ আসনের এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদের উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামে ধারাবাহিকভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। এ ধারাবাহিকতায় বিহারমণ্ডল বাজারে আয়োজিত এক সভায় অংশ নেন স্থানীয় জামায়াত নেতাকর্মী ও গ্রামবাসী। সেই সভার সামনের সারিতেই দেখা যায় আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত মাস্টারকে।
এ ঘটনায় স্থানীয় জামায়াত নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে যারা জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছেন, এখন তারাই জামায়াত ঘেঁষার চেষ্টা করছেন। বিষয়টি দুঃখজনক ও প্রশ্নবিদ্ধ।
এ বিষয়ে জানতে চাইলে শাহাদাত মাস্টার বলেন, “এখন তো আওয়ামী লীগ নাই। আমি বাজারে ছিলাম, তারা আমাকে ডেকে নিয়ে সভার সামনে বসিয়েছে।”
দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম বলেন, “সভায় আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন, বিষয়টি আমার চোখে পড়েনি।”
অন্যদিকে কুমিল্লা-৪ আসনের জামায়াতের এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি