ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে কুখ্যাত কিশোর গ্যাং লিডার কালাচান গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৬৭৫ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে কুখ্যাত চান গ্রুপের প্রধান সোহেল ওরফে চান ওরফে কালাচানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রায়েরবাজারের ইদ্রিস খান রোডের ক্যান্সার গলিতে মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালাচান ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, “কালাচানের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। আগেও গ্রেপ্তার হয়েছিল, কিন্তু জামিনে বের হয়ে আবারও একই অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছিল।”

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কালাচান মোহাম্মদপুর এলাকায় চান গ্রুপ নামে কিশোর গ্যাং পরিচালনা করে আসছিল। শুক্রবার (২২ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।

কালাচানের গ্রামের বাড়ি বরগুনার আমতলী থানার রাঙ্গাবালী গ্রামে। তার বাবার নাম হাসান মিয়া। বর্তমানে তিনি রায়েরবাজার আজিজ খান রোডে ভাড়া বাসায় থাকতেন।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২০

মোহাম্মদপুরে কুখ্যাত কিশোর গ্যাং লিডার কালাচান গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে কুখ্যাত চান গ্রুপের প্রধান সোহেল ওরফে চান ওরফে কালাচানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রায়েরবাজারের ইদ্রিস খান রোডের ক্যান্সার গলিতে মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালাচান ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, “কালাচানের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। আগেও গ্রেপ্তার হয়েছিল, কিন্তু জামিনে বের হয়ে আবারও একই অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছিল।”

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কালাচান মোহাম্মদপুর এলাকায় চান গ্রুপ নামে কিশোর গ্যাং পরিচালনা করে আসছিল। শুক্রবার (২২ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।

কালাচানের গ্রামের বাড়ি বরগুনার আমতলী থানার রাঙ্গাবালী গ্রামে। তার বাবার নাম হাসান মিয়া। বর্তমানে তিনি রায়েরবাজার আজিজ খান রোডে ভাড়া বাসায় থাকতেন।