ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে মাওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

তিস্তা নদীর ওপর নবনির্মিত মাওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় খদেজা বেগম (৮০) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় চিলমারী উপজেলার দুই থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খদেজা বেগম ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে অনেকেই সেতু দেখতে যাচ্ছিলেন। এসময় রাস্তা পারাপারের সময় খদেজা বেগমকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এলাকাবাসীর অভিযোগ, সেতু চালুর পর এটিই প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা। সকাল থেকে রাত পর্যন্ত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করায় এ ধরনের বিপত্তি ঘটছে।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের নাতি মো. মোস্তাফিজ রহমান জানান, খবর পেয়ে মরদেহ বাড়িতে আনা হয় এবং রাত ১০টার দিকে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (২০ আগস্ট) গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের বহুল প্রতীক্ষার মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করেন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কিন্তু উদ্বোধনের পরদিন থেকেই শুরু হয় নানা অনিয়ম। সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক ক্যাবল চুরি হয়ে যাওয়ায় সন্ধ্যা নামলেই সেতু অন্ধকারে ডুবে যাচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

জনপ্রিয় সংবাদ

অস্ত্র-চাঁদাবাজির মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার আট বছরের জেল

কুড়িগ্রামে মাওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় ১২:০০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

তিস্তা নদীর ওপর নবনির্মিত মাওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় খদেজা বেগম (৮০) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় চিলমারী উপজেলার দুই থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খদেজা বেগম ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে অনেকেই সেতু দেখতে যাচ্ছিলেন। এসময় রাস্তা পারাপারের সময় খদেজা বেগমকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এলাকাবাসীর অভিযোগ, সেতু চালুর পর এটিই প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা। সকাল থেকে রাত পর্যন্ত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করায় এ ধরনের বিপত্তি ঘটছে।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের নাতি মো. মোস্তাফিজ রহমান জানান, খবর পেয়ে মরদেহ বাড়িতে আনা হয় এবং রাত ১০টার দিকে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (২০ আগস্ট) গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের বহুল প্রতীক্ষার মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করেন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কিন্তু উদ্বোধনের পরদিন থেকেই শুরু হয় নানা অনিয়ম। সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক ক্যাবল চুরি হয়ে যাওয়ায় সন্ধ্যা নামলেই সেতু অন্ধকারে ডুবে যাচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।