বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সাহসী ও অকুতোভয় সাংবাদিকতার আজ চরম অভাব দেখা দিয়েছে। একুশে পদকপ্রাপ্ত ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে উদাহরণ টেনে তিনি বলেন, “অসত্য ও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি তিনি। নির্যাতিত হয়েছেন, অপমানিত হয়েছেন, কিন্তু কখনো মাথা নত করেননি।”
শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরোয়ার বলেন, “সাংবাদিকতার পেশায় যে দৃঢ়তা, নৈতিকতা, অনমনীয়তা ও আন্তরিকতা প্রয়োজন, মাহমুদুর রহমান তা প্রমাণ করেছেন। এই চেতনা ক্র্যাবকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”
অনুষ্ঠানে বিএনপি নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, ডিএমপির মিডিয়া বিভাগের কর্মকর্তারা, ভারতীয় হাই কমিশনের প্রেস অফিসার তন্ময় সিংহসহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধি বক্তব্য রাখেন।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহ অনুষ্ঠান পরিচালনা করেন।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্র্যাব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা সেগুনবাগিচার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিএনপি, জামায়াত, এনসিপি নেতৃবৃন্দসহ ক্র্যাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অংশ নেন।