ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

“রাজনীতি নয়, আদর্শের লড়াই” — বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিলেন থালাপতি বিজয়

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে

প্রায় এক বছরের মধ্যে অভিনয় জীবন ছেড়ে রাজনীতিতে পা রাখা ভারতের দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়েছেন। তাঁর দাবি, এই লড়াই শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং আদর্শের যুদ্ধ।

বিজয় অভিযোগ করেছেন, ক্ষমতাসীন বিজেপি সমাজে বিভাজন সৃষ্টি করতে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং গণতন্ত্র ও স্বচ্ছতার খুঁটিকে প্রশ্নবিদ্ধ করছে। ফলে বর্তমানে বিজেপি তার কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু।

তিনি আরও উল্লেখ করেছেন, তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকের সঙ্গে তাঁর লড়াই কেবল রাজনৈতিক ময়দানে সীমাবদ্ধ থাকলেও, বিজেপির সঙ্গে সংঘাত আদর্শিক স্তরে। বিজয়ের দলের মূল নীতি হলো ধর্মনিরপেক্ষতা ও ন্যায়বিচার, যা বিজেপির রাজনীতির সম্পূর্ণ বিপরীত।

২০২৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিজয়ের দল ‘তামিলাগা ভেত্রি কাজগম’ দ্রুত রাজনীতিতে অবস্থান গড়ে তুলেছে। মাদুরাইয়ে সমর্থকদের সমাবেশে বিজয়ের বক্তৃতা মুহূর্তেই ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তদের করতালি আর উল্লাস বিজয়কে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রেরণা জুগাচ্ছে।

সূত্র: পিটিআই, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি নিউজ।

জনপ্রিয় সংবাদ

“রাজনীতি নয়, আদর্শের লড়াই” — বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিলেন থালাপতি বিজয়

আপডেট সময় ০৮:৪৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

প্রায় এক বছরের মধ্যে অভিনয় জীবন ছেড়ে রাজনীতিতে পা রাখা ভারতের দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়েছেন। তাঁর দাবি, এই লড়াই শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং আদর্শের যুদ্ধ।

বিজয় অভিযোগ করেছেন, ক্ষমতাসীন বিজেপি সমাজে বিভাজন সৃষ্টি করতে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং গণতন্ত্র ও স্বচ্ছতার খুঁটিকে প্রশ্নবিদ্ধ করছে। ফলে বর্তমানে বিজেপি তার কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু।

তিনি আরও উল্লেখ করেছেন, তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকের সঙ্গে তাঁর লড়াই কেবল রাজনৈতিক ময়দানে সীমাবদ্ধ থাকলেও, বিজেপির সঙ্গে সংঘাত আদর্শিক স্তরে। বিজয়ের দলের মূল নীতি হলো ধর্মনিরপেক্ষতা ও ন্যায়বিচার, যা বিজেপির রাজনীতির সম্পূর্ণ বিপরীত।

২০২৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিজয়ের দল ‘তামিলাগা ভেত্রি কাজগম’ দ্রুত রাজনীতিতে অবস্থান গড়ে তুলেছে। মাদুরাইয়ে সমর্থকদের সমাবেশে বিজয়ের বক্তৃতা মুহূর্তেই ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তদের করতালি আর উল্লাস বিজয়কে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রেরণা জুগাচ্ছে।

সূত্র: পিটিআই, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি নিউজ।