ঢাকা ১২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

“আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওপর বিচারিক জুলুম ও অবিচারের সঠিক বিচার প্রয়োজন: শামীম সাঈদী”

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১২:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে স্মরণ করে খুলনার সিদ্দিকীয়া জামেয়া-ই-মাদানিয়া ট্রাস্ট ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২৩ আগস্ট) নগরীর সিদ্দিকীয়া মহল্লাস্থ দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার হাজী শেখ আব্দুর রশিদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের চেয়ারম্যান শামীম সাঈদী প্রধান অতিথির বক্তব্যে বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী জীবনের সর্বশেষ পর্যন্ত কুরআনের বাণী প্রচার ও দ্বীন প্রতিষ্ঠার জন্য নিবেদিত ছিলেন। তিনি ষড়যন্ত্রমূলক ফরমায়েশি মামলায় দীর্ঘ ১৩ বছর কারাগারে আটকা রাখার পর চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুর মুখে ঠেলা হয়েছেন। আল্লামা সাঈদীর বিরুদ্ধে জীবিত অবস্থায় বিচারবহির্ভূত আচরণ ও মৃত্যুর পর লাশের প্রতি নিষ্ঠুর আচরণের বিষয়টিও তিনি উল্লেখ করেন। শামীম সাঈদী বলেন, শুধু আল্লামা সাঈদী নয়, জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদেরও জুডিশিয়াল কিলিংয়ের শিকার হতে হয়েছে এবং এসবের বিচার বাংলাদেশের মাটিতে হওয়া উচিত।

তিনি আরও বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী কেবল ধর্মীয় ক্ষেত্রে নয়, রাজনীতিতেও নৈতিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতীয় সংসদে তার দায়িত্ব পালন ও জনগণের প্রতি দায়বদ্ধতা সমাদৃত ছিল। দেশের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা বিস্ময়কর ছিল।

সভায় মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়া মহিলা শাখার উপাধ্যক্ষ শাকিলা উম্মে নূর, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুর রাজ্জাক, সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম ও সাবেক ছাত্র আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

সভা সিদ্দিকীয়া জামেয়া-ই-মাদানিয়া ট্রাস্টের ভারপ্রাপ্ত সেক্রেটারি এস এম আজিজুর রহমানের সভাপতিত্বে ও মাদরাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

দশ মাম’লার আ’সামী দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকা’ত দলের সদস্য সোহাগ গ্রে’প্তার

“আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওপর বিচারিক জুলুম ও অবিচারের সঠিক বিচার প্রয়োজন: শামীম সাঈদী”

আপডেট সময় ০৯:১২:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে স্মরণ করে খুলনার সিদ্দিকীয়া জামেয়া-ই-মাদানিয়া ট্রাস্ট ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২৩ আগস্ট) নগরীর সিদ্দিকীয়া মহল্লাস্থ দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার হাজী শেখ আব্দুর রশিদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের চেয়ারম্যান শামীম সাঈদী প্রধান অতিথির বক্তব্যে বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী জীবনের সর্বশেষ পর্যন্ত কুরআনের বাণী প্রচার ও দ্বীন প্রতিষ্ঠার জন্য নিবেদিত ছিলেন। তিনি ষড়যন্ত্রমূলক ফরমায়েশি মামলায় দীর্ঘ ১৩ বছর কারাগারে আটকা রাখার পর চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুর মুখে ঠেলা হয়েছেন। আল্লামা সাঈদীর বিরুদ্ধে জীবিত অবস্থায় বিচারবহির্ভূত আচরণ ও মৃত্যুর পর লাশের প্রতি নিষ্ঠুর আচরণের বিষয়টিও তিনি উল্লেখ করেন। শামীম সাঈদী বলেন, শুধু আল্লামা সাঈদী নয়, জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদেরও জুডিশিয়াল কিলিংয়ের শিকার হতে হয়েছে এবং এসবের বিচার বাংলাদেশের মাটিতে হওয়া উচিত।

তিনি আরও বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী কেবল ধর্মীয় ক্ষেত্রে নয়, রাজনীতিতেও নৈতিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতীয় সংসদে তার দায়িত্ব পালন ও জনগণের প্রতি দায়বদ্ধতা সমাদৃত ছিল। দেশের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা বিস্ময়কর ছিল।

সভায় মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়া মহিলা শাখার উপাধ্যক্ষ শাকিলা উম্মে নূর, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুর রাজ্জাক, সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম ও সাবেক ছাত্র আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

সভা সিদ্দিকীয়া জামেয়া-ই-মাদানিয়া ট্রাস্টের ভারপ্রাপ্ত সেক্রেটারি এস এম আজিজুর রহমানের সভাপতিত্বে ও মাদরাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।