দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপাতি বিজয় ভারতের রাজনীতিতে নেমেছেন আলোড়ন সৃষ্টির লক্ষ্য নিয়ে। শুক্রবার তামিলনাড়ুর মাদুরাইয়ে তার সমাবেশে প্রায় ৪ লাখ মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে ‘আদর্শিক শত্রু’ আখ্যা দিয়ে তিনি রাজনীতিতে সুনির্দিষ্ট বার্তা দিয়েছেন।
সমাবেশে তিনি বলেন, “জঙ্গলে শেয়াল, চিতা অনেক প্রাণী থাকে, কিন্তু সিংহ একটাই। সিংহ একা হলেও সবসময় সিংহই থাকবে। তামিলগা ভেট্রি কাজগম কাউকে ভয় পায় না। পুরো তামিলনাড়ু আমাদের সঙ্গে আছে। আসুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াই।” এই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
বিজয়ের রাজনৈতিক যাত্রা শুরু হয় তার ফ্যানক্লাব ‘বিজয় মাক্কাল ইয়াক্কালাম’-এর মাধ্যমে। ২০২১ সালের স্থানীয় নির্বাচনে তারা ১৬৯ আসনের মধ্যে ১১৫টি জিতে রাজনৈতিক ক্ষমতার প্রাথমিক প্রমাণ দেখায়। ২০২৪ সালে বিজয় তার রাজনৈতিক দল ‘তামিলগা ভেত্রি কাজগাম’ গঠন করেন।
এর আগে বিজয় নাগরিকত্ব সংশোধনী আইন, চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা ও এনইইটি-সহ নানা জাতীয় বিষয়ে প্রতিবাদ জানিয়ে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। পেট্রোল-ডিজেলের বাড়তি মূল্যের প্রতিবাদে ভোটকেন্দ্রে সাইকেল চালিয়ে উপস্থিত হওয়া, রমজানে মুসলিমদের সঙ্গে ইফতার—সব মিলিয়ে তিনি প্রতিনিয়ত রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজয়ের পদার্পণ ক্ষমতাসীন ডিএমকে-কে কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে