কুমিল্লার তিতাস উপজেলায় গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতের দিকে উপজেলার বড় গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন— ওই গ্রামের বাসিন্দা মুর্শিদ (৬০) ও তার ছেলে মোশাররফ হোসেন (৩৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানা পুলিশের একটি দল মুর্শিদ ও তার ছেলের বাড়িতে অভিযান চালায়। এসময় তল্লাশি চালিয়ে ৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে এর আগে এক ডজনেরও বেশি মাদক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ উল্ল্যাহ বলেন, “গ্রেপ্তার বাবা-ছেলে চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নতুন মামলা দায়ের করা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর রবিবার (২৪ আগস্ট) সকালে মুর্শিদ ও মোশাররফকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে বাবা-ছেলে মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।