ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

“যারা পিআর পদ্ধতি চায় না তারা দেশের ভালো চায় না” – সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৫১৩ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “যারা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চায় না তারা দেশের ভালো চায় না।”

সোমবার(২৫ আগস্ট)বিকাল ৫ টায় কুমিল্লার হোমনা উপজেলার দড়িচর উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

তিনি অভিযোগ করে বলেন, দেশের রাজনীতিতে বারবার মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় বসে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দেশ চালানোর নামে ক্ষমতার অপব্যবহার করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে এবং সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে।

চরমোনাই পীর বলেন, “আমাদের সন্তান সোহাগকে পাথর মেরে হত্যা করে তার লাশের উপর নৃত্য করা হয়েছে। অফিস ভাড়া চাওয়ায় নারায়ণগঞ্জে মালিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিজেদের মধ্যে দ্বন্দ্বে শত শত মানুষ খুন হয়েছে। কেন্দ্রীয় নেতারাও তাদের কাছে নিরাপদ নয়।”

তিনি আরও বলেন, “বর্তমান নির্বাচন কমিশনের সামনে তাদের আচরণ প্রমাণ করেছে—সুষ্ঠু নির্বাচন দেশে সম্ভব নয়। আমরা যেনতেন নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় যেতে দেব না। আবু সাইদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। পিআর পদ্ধতির মাধ্যমেই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব।”

জনসভায় সভাপতিত্ব করেন জনসমাবেশ বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা মুফতি তফাজ্জল হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য নাজিম উদ্দিন মোল্লা, কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম, হোমনা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুল হক, তিতাস উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি সাইদ আহমেদ সরকার, মাওলানা মো. ইব্রাহিম এবং পৌর শাখার সভাপতি রহমত উল্লা আশেকী প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন স্বপন, উকিল খুঁজছেন

“যারা পিআর পদ্ধতি চায় না তারা দেশের ভালো চায় না” – সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

আপডেট সময় ১০:২২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “যারা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চায় না তারা দেশের ভালো চায় না।”

সোমবার(২৫ আগস্ট)বিকাল ৫ টায় কুমিল্লার হোমনা উপজেলার দড়িচর উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

তিনি অভিযোগ করে বলেন, দেশের রাজনীতিতে বারবার মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় বসে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দেশ চালানোর নামে ক্ষমতার অপব্যবহার করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে এবং সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে।

চরমোনাই পীর বলেন, “আমাদের সন্তান সোহাগকে পাথর মেরে হত্যা করে তার লাশের উপর নৃত্য করা হয়েছে। অফিস ভাড়া চাওয়ায় নারায়ণগঞ্জে মালিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিজেদের মধ্যে দ্বন্দ্বে শত শত মানুষ খুন হয়েছে। কেন্দ্রীয় নেতারাও তাদের কাছে নিরাপদ নয়।”

তিনি আরও বলেন, “বর্তমান নির্বাচন কমিশনের সামনে তাদের আচরণ প্রমাণ করেছে—সুষ্ঠু নির্বাচন দেশে সম্ভব নয়। আমরা যেনতেন নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় যেতে দেব না। আবু সাইদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। পিআর পদ্ধতির মাধ্যমেই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব।”

জনসভায় সভাপতিত্ব করেন জনসমাবেশ বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা মুফতি তফাজ্জল হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য নাজিম উদ্দিন মোল্লা, কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম, হোমনা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুল হক, তিতাস উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি সাইদ আহমেদ সরকার, মাওলানা মো. ইব্রাহিম এবং পৌর শাখার সভাপতি রহমত উল্লা আশেকী প্রমুখ।