ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শিবিরের বিরুদ্ধে নারীদের নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ ছাত্রদল ভিপি প্রার্থীর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৫১৯ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, ইসলামী ছাত্রশিবির নারীদের নিয়ে নোংরা রাজনীতির চর্চা করছে। সোমবার মধুর ক্যান্টিনে ছাত্রদল সমর্থিত ডাকসু ও হল সংসদ প্যানেলের প্রার্থীদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আবিদুল ইসলাম খান বলেন, “যারা গুপ্ত রাজনীতি করছে, তাদের চিহ্নিত করতে হবে।” তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণেরও অভিযোগ তোলেন।

শিবিরের কার্যক্রম প্রসঙ্গে তিনি আরও জানান, “আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচারের আগ পর্যন্ত তারা তাদের অধিকার ভোগ করবে, তবে রাজনৈতিক অধিকার তাদের নেই।”

ছাত্রদলের এই ভিপি প্রার্থী আরও অভিযোগ করেন, অন্যান্য প্যানেলে ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটছে, যা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।

জনপ্রিয় সংবাদ

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন স্বপন, উকিল খুঁজছেন

শিবিরের বিরুদ্ধে নারীদের নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ ছাত্রদল ভিপি প্রার্থীর

আপডেট সময় ১০:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, ইসলামী ছাত্রশিবির নারীদের নিয়ে নোংরা রাজনীতির চর্চা করছে। সোমবার মধুর ক্যান্টিনে ছাত্রদল সমর্থিত ডাকসু ও হল সংসদ প্যানেলের প্রার্থীদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আবিদুল ইসলাম খান বলেন, “যারা গুপ্ত রাজনীতি করছে, তাদের চিহ্নিত করতে হবে।” তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণেরও অভিযোগ তোলেন।

শিবিরের কার্যক্রম প্রসঙ্গে তিনি আরও জানান, “আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচারের আগ পর্যন্ত তারা তাদের অধিকার ভোগ করবে, তবে রাজনৈতিক অধিকার তাদের নেই।”

ছাত্রদলের এই ভিপি প্রার্থী আরও অভিযোগ করেন, অন্যান্য প্যানেলে ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটছে, যা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।