ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় গণহত্যা ঠেকাতে মুসলিম ঐক্যের ডাক দিল ইরান-সৌদি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৫৬৭ বার পড়া হয়েছে

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান ও সৌদি আরব। জেদ্দায় মুসলিম দেশগুলোর সহযোগিতা সংস্থা ওআইসির জরুরি বৈঠকের আগে পার্শ্ব বৈঠকে বসে এ বার্তা দেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন রুখতে মুসলিম দেশগুলোকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। একইসঙ্গে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এখন সময়ের দাবি।

তারা সতর্ক করে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সম্প্রসারণ প্রকল্প অত্যন্ত বিপজ্জনক। মুসলিম বিশ্বের ঐক্য ছাড়া এই হুমকি প্রতিহত করা সম্ভব নয়।

এ বৈঠকে ইরান-সৌদি সম্পর্কের উন্নয়ন, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা, এবং আঞ্চলিক স্থিতি নিয়েও আলোচনা হয়। কূটনৈতিক মহলের ধারণা, দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী শক্তি যদি একসঙ্গে কাজ করে, তবে পশ্চিম এশিয়ায় নতুন ভারসাম্য তৈরি হতে পারে।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৬২ হাজার ফিলিস্তিনি। তাদের বেশিরভাগই নারী ও শিশু। নতুন করে গাজা সিটিতে দখল অভিযান শুরু করায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

গাজায় গণহত্যা ঠেকাতে মুসলিম ঐক্যের ডাক দিল ইরান-সৌদি

আপডেট সময় ০৯:২১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান ও সৌদি আরব। জেদ্দায় মুসলিম দেশগুলোর সহযোগিতা সংস্থা ওআইসির জরুরি বৈঠকের আগে পার্শ্ব বৈঠকে বসে এ বার্তা দেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন রুখতে মুসলিম দেশগুলোকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। একইসঙ্গে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এখন সময়ের দাবি।

তারা সতর্ক করে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সম্প্রসারণ প্রকল্প অত্যন্ত বিপজ্জনক। মুসলিম বিশ্বের ঐক্য ছাড়া এই হুমকি প্রতিহত করা সম্ভব নয়।

এ বৈঠকে ইরান-সৌদি সম্পর্কের উন্নয়ন, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা, এবং আঞ্চলিক স্থিতি নিয়েও আলোচনা হয়। কূটনৈতিক মহলের ধারণা, দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী শক্তি যদি একসঙ্গে কাজ করে, তবে পশ্চিম এশিয়ায় নতুন ভারসাম্য তৈরি হতে পারে।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৬২ হাজার ফিলিস্তিনি। তাদের বেশিরভাগই নারী ও শিশু। নতুন করে গাজা সিটিতে দখল অভিযান শুরু করায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।