ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রুমিন ফারহানা একাই যা করেছেন বিএনপির একশ নেতাও সেটা পারেননি: রনি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

বিএনপির শীর্ষস্থানীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সাংসদ গোলাম মাওলা রনি সম্প্রতি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া ও নিজের ইউটিউব চ্যানেলে মন্তব্য করেছেন।

রনির ভাষায়, রুমিন ফারহানা হচ্ছেন রাজনীতির এক ‘রায়বাঘিনি’। বিএনপিতে তার মতো সাহসী ও বুদ্ধিমতী নেত্রী খুব একটা নেই। তার বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বের কারণেই প্রতিপক্ষরা তাকে নিয়ে ষড়যন্ত্রে নেমেছে বলে দাবি করেন তিনি। রনি আরও বলেন, রুমিনের পারিবারিক ব্যাকগ্রাউন্ড বাংলাদেশের রাজনীতিতে বিশেষ মর্যাদার, আর তার বাবার রাজনৈতিক অবস্থান অন্যদের তুলনায় অনেক বেশি সম্মানজনক।

রনি মনে করেন, রুমিনকে নিছক সৌন্দর্যের জন্য নয় বরং ‘বিউটি উইথ ব্রেইন’ হিসেবে আখ্যায়িত করা যায়। সংসদে তার বক্তব্য, উপস্থিত বুদ্ধি ও তীক্ষ্ণ রাজনৈতিক অবস্থান বিএনপিকে একাই উজ্জীবিত রেখেছিল। তিনি যখন হাসিমুখে বক্তব্য দিতেন, তখন আওয়ামী লীগের শীর্ষ নেতারাও বিভ্রান্ত হয়ে যেতেন। এমনকি সংসদ ও টেলিভিশন টকশোতে বর্তমানে বিএনপির সবচেয়ে বড় তারকা নেতা হিসেবেও রুমিনকেই মনে করেন রনি।

তবে একই সঙ্গে তিনি আফসোস প্রকাশ করে বলেন, রুমিন ফারহানার মতো নেতৃত্বকে বিএনপি যথেষ্ট সমর্থন দিচ্ছে না। বরং বিভিন্ন জেলায় ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে দল নীরব ভূমিকা নিচ্ছে। তার অভিযোগ, এভাবে নিজেদের বিশ্বস্ত নেতাদের “কোরবানি” দিয়ে বিএনপি আসলে নিজেদের রাজনৈতিক ভিত্তিকেই দুর্বল করে ফেলছে।

রনির মতে, রুমিনকে ঘিরে যত বিতর্কই হোক না কেন, এর ক্ষতি শুধু তার নয়, বরং বিএনপিরও হবে। কারণ বিএনপি যদি দলের ভেতর ত্যাগী ও যোগ্য নেতৃত্বকে পাশে না রাখে, তাহলে এ দল শেষ পর্যন্ত নিজেদের অস্তিত্ব হারাবে।

জনপ্রিয় সংবাদ

বনজ কুমারের মাম’লায় খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস হোসেন

রুমিন ফারহানা একাই যা করেছেন বিএনপির একশ নেতাও সেটা পারেননি: রনি

আপডেট সময় ০৮:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

বিএনপির শীর্ষস্থানীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সাংসদ গোলাম মাওলা রনি সম্প্রতি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া ও নিজের ইউটিউব চ্যানেলে মন্তব্য করেছেন।

রনির ভাষায়, রুমিন ফারহানা হচ্ছেন রাজনীতির এক ‘রায়বাঘিনি’। বিএনপিতে তার মতো সাহসী ও বুদ্ধিমতী নেত্রী খুব একটা নেই। তার বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বের কারণেই প্রতিপক্ষরা তাকে নিয়ে ষড়যন্ত্রে নেমেছে বলে দাবি করেন তিনি। রনি আরও বলেন, রুমিনের পারিবারিক ব্যাকগ্রাউন্ড বাংলাদেশের রাজনীতিতে বিশেষ মর্যাদার, আর তার বাবার রাজনৈতিক অবস্থান অন্যদের তুলনায় অনেক বেশি সম্মানজনক।

রনি মনে করেন, রুমিনকে নিছক সৌন্দর্যের জন্য নয় বরং ‘বিউটি উইথ ব্রেইন’ হিসেবে আখ্যায়িত করা যায়। সংসদে তার বক্তব্য, উপস্থিত বুদ্ধি ও তীক্ষ্ণ রাজনৈতিক অবস্থান বিএনপিকে একাই উজ্জীবিত রেখেছিল। তিনি যখন হাসিমুখে বক্তব্য দিতেন, তখন আওয়ামী লীগের শীর্ষ নেতারাও বিভ্রান্ত হয়ে যেতেন। এমনকি সংসদ ও টেলিভিশন টকশোতে বর্তমানে বিএনপির সবচেয়ে বড় তারকা নেতা হিসেবেও রুমিনকেই মনে করেন রনি।

তবে একই সঙ্গে তিনি আফসোস প্রকাশ করে বলেন, রুমিন ফারহানার মতো নেতৃত্বকে বিএনপি যথেষ্ট সমর্থন দিচ্ছে না। বরং বিভিন্ন জেলায় ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে দল নীরব ভূমিকা নিচ্ছে। তার অভিযোগ, এভাবে নিজেদের বিশ্বস্ত নেতাদের “কোরবানি” দিয়ে বিএনপি আসলে নিজেদের রাজনৈতিক ভিত্তিকেই দুর্বল করে ফেলছে।

রনির মতে, রুমিনকে ঘিরে যত বিতর্কই হোক না কেন, এর ক্ষতি শুধু তার নয়, বরং বিএনপিরও হবে। কারণ বিএনপি যদি দলের ভেতর ত্যাগী ও যোগ্য নেতৃত্বকে পাশে না রাখে, তাহলে এ দল শেষ পর্যন্ত নিজেদের অস্তিত্ব হারাবে।