ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় বর্ষণ ও বাঁধের পানি ছাড়ের কারণে পাকিস্তানের পাঞ্জাবে বন্যা সতর্কতা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চেনাব, রাভি ও শতদ্রু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের এই বন্যা পরিস্থিতি মূলত ভারতীয় সীমান্ত এলাকায় ভারি বর্ষণ ও উপচে পড়া বাঁধ থেকে পানি ছাড়ার কারণে সৃষ্টি হয়েছে।

সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর জানিয়েছে, পানি বেড়ে যাওয়ায় পাকিস্তান সেনাবাহিনী জনবসতি এবং গবাদি পশু সরানোর কাজে নিয়োজিত হয়েছে। প্রায় ২ লাখ ১০ হাজার মানুষ ইতিমধ্যে নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের পানির মাত্রা বেড়ে যাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ ডান প্রান্তিক বাঁধে ‘নিয়ন্ত্রিত বিস্ফোরণ’ ঘটিয়েছে। পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হুসেন জানান, বাঁধটি রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বন্যার পানিতে কর্তারপুর মন্দিরও তলিয়ে গেছে, যেখানে আটকে পড়া শতাধিক মানুষকে উদ্ধার করার জন্য পাঁচটি নৌকা পাঠানো হয়েছে। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত পানি ছাড়ার আগে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নোটিশ দিয়েছিল।

পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ প্রধান ইরফান আলী বলেন, বন্যার ঢেউ বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালে লাহোর হয়ে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। জুনের শেষ থেকে বন্যায় পাকিস্তানে কমপক্ষে ৮০০ জনের মৃত্যু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভারতীয় বর্ষণ ও বাঁধের পানি ছাড়ের কারণে পাকিস্তানের পাঞ্জাবে বন্যা সতর্কতা

ভারতীয় বর্ষণ ও বাঁধের পানি ছাড়ের কারণে পাকিস্তানের পাঞ্জাবে বন্যা সতর্কতা

আপডেট সময় ১০:৪৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চেনাব, রাভি ও শতদ্রু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের এই বন্যা পরিস্থিতি মূলত ভারতীয় সীমান্ত এলাকায় ভারি বর্ষণ ও উপচে পড়া বাঁধ থেকে পানি ছাড়ার কারণে সৃষ্টি হয়েছে।

সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর জানিয়েছে, পানি বেড়ে যাওয়ায় পাকিস্তান সেনাবাহিনী জনবসতি এবং গবাদি পশু সরানোর কাজে নিয়োজিত হয়েছে। প্রায় ২ লাখ ১০ হাজার মানুষ ইতিমধ্যে নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের পানির মাত্রা বেড়ে যাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ ডান প্রান্তিক বাঁধে ‘নিয়ন্ত্রিত বিস্ফোরণ’ ঘটিয়েছে। পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হুসেন জানান, বাঁধটি রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বন্যার পানিতে কর্তারপুর মন্দিরও তলিয়ে গেছে, যেখানে আটকে পড়া শতাধিক মানুষকে উদ্ধার করার জন্য পাঁচটি নৌকা পাঠানো হয়েছে। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত পানি ছাড়ার আগে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নোটিশ দিয়েছিল।

পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ প্রধান ইরফান আলী বলেন, বন্যার ঢেউ বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালে লাহোর হয়ে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। জুনের শেষ থেকে বন্যায় পাকিস্তানে কমপক্ষে ৮০০ জনের মৃত্যু হয়েছে।