ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৬৬৪ বার পড়া হয়েছে

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৭ আগস্ট) রাতে তিনি দেশে ফেরেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, গত ২২ আগস্ট সেনাবাহিনী প্রধান পিপলস লিবারেশন আর্মির সদর দপ্তরে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে তিনি পিএলএ স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুই’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে সহায়তা এবং বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

২৩ আগস্ট সেনাপ্রধান চীনের নোরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাঙের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও নোরিনকোর তৈরি সামরিক সরঞ্জামের আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা হয়।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান পিএলএ’র অ্যাকাডেমি অব আর্মড ফোর্সেসের বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধা ও বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করেন। তিনি বেইজিং ও শিয়াংয়ে অবস্থিত নোরিনকো গ্রুপের কারখানা ও গবেষণা কেন্দ্র, চায়না অ্যারোস্পেস লংমার্চ ইন্টারন্যাশনাল কো. লি. এবং অ্যাইশেং ইউএভি ফ্যাক্টরিসহ আধুনিক অস্ত্র ও গোলাবারুদ তৈরির কারখানাও ঘুরে দেখেন।

উল্লেখ্য, গত ২০ আগস্ট সরকারি সফরে চীন গিয়েছিলেন সেনাবাহিনী প্রধান।

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

আপডেট সময় ০৭:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৭ আগস্ট) রাতে তিনি দেশে ফেরেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, গত ২২ আগস্ট সেনাবাহিনী প্রধান পিপলস লিবারেশন আর্মির সদর দপ্তরে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে তিনি পিএলএ স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুই’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে সহায়তা এবং বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

২৩ আগস্ট সেনাপ্রধান চীনের নোরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাঙের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও নোরিনকোর তৈরি সামরিক সরঞ্জামের আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা হয়।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান পিএলএ’র অ্যাকাডেমি অব আর্মড ফোর্সেসের বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধা ও বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করেন। তিনি বেইজিং ও শিয়াংয়ে অবস্থিত নোরিনকো গ্রুপের কারখানা ও গবেষণা কেন্দ্র, চায়না অ্যারোস্পেস লংমার্চ ইন্টারন্যাশনাল কো. লি. এবং অ্যাইশেং ইউএভি ফ্যাক্টরিসহ আধুনিক অস্ত্র ও গোলাবারুদ তৈরির কারখানাও ঘুরে দেখেন।

উল্লেখ্য, গত ২০ আগস্ট সরকারি সফরে চীন গিয়েছিলেন সেনাবাহিনী প্রধান।