সিলেটে পরিত্যক্ত পাঁচটি ডোবা থেকে প্রায় দেড় লাখ ঘনফুট সাদা পাথর জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকায় পরিচালিত অভিযানে এসব পাথর উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো ভূমি মালিক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ জানান, অবৈধভাবে পাথর মজুতের সঙ্গে জড়িত ক্রাশার মিলমালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জব্দকৃত পাথর স্থানীয় ওয়ার্ড সদস্যের জিম্মায় রাখা হয়েছে। তিনি আরও বলেন, “এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সবার সহযোগিতা প্রয়োজন।”
অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান হৃদয়।
এর আগে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। মঙ্গলবার (২৬ আগস্ট) জারি করা ওই আদেশে উল্লেখ করা হয়, সীমান্তবর্তী উপজেলাগুলোতে অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের কারণে পরিবেশ ও পর্যটন সম্ভাবনা হুমকির মুখে পড়ছে। এজন্য কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।