ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে তিনি হামলার শিকার হন বলে ইয়েমেনের আল-জুমহুরিয়া টেলিভিশন নিশ্চিত করেছে।
আডেনভিত্তিক সংবাদমাধ্যম আল-গাদ জানিয়েছে, আল-রাহাভির সঙ্গে আরও কয়েকজন সহযোগীও ওই হামলায় প্রাণ হারান। হামলাটি ছিল সানার বাইরে আরেকটি স্থানে চালানো আলাদা আক্রমণ থেকে পৃথক। সূত্র অনুযায়ী, হুতি নেতাদের শীর্ষ পর্যায়ের এক বৈঠককে লক্ষ্য করেই বিমান হামলা চালানো হয়। বৈঠকে হুতিদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন এবং সেখানে সংগঠনের নেতা আবদুল মালিক আল-হুতির ভাষণ শোনার কথা ছিল।
তবে এ হামলায় হতাহতের সঠিক সংখ্যা এখনো পরিষ্কার নয়।
ইসরায়েলি চ্যানেল কান জানিয়েছে, আহমেদ আল-রাহাভি গত এক বছর ধরে হুতিদের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করছিলেন, যদিও তার সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল না। অন্যদিকে এন টুয়েলভ এর প্রতিবেদনে বলা হয়, তিনি ইরান ও লেবাননের হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছিলেন।