চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় হাটহাজারী উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। রোববার (৩১ আগস্ট) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এই জরুরি আইন প্রযোজ্য করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জননিরাপত্তা এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে পূর্ব-দক্ষিণ সীমান্ত পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে ৩১ আগস্ট বিকেল ৩টা থেকে আগামী ১ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত। এই সময় উন্মুক্ত স্থানে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল-মিটিং, গণজমায়েত, অস্ত্র বহন ও পাঁচজনের বেশি লোকের একত্রিত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী বা সেনা সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। সংঘর্ষে বর্তমানে প্রায় ২০০ শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের অধিকাংশই দেশীয় অস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত এবং রক্তাক্ত। সংঘর্ষের সূত্রপাত ঘটে শনিবার (৩০ আগস্ট) রাতে এক ছাত্রীকে দারোয়ান কর্তৃক মারধরের অভিযোগ থেকে, যা রোববার সকাল থেকে আরও ভয়াবহ রূপ নেয়।