পাবনার সাঁথিয়া উপজেলায় ৭৫ বছর বয়সী গর্ভধারিণী বৃদ্ধা কাঞ্চন খাতুনকে পুত্র ও পুত্রবধূসহ পরিবারের কয়েকজন মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।
শুক্রবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে হাপানিয়ায় রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে ছেলে নজরুল ইসলাম (৪০), পুত্রবধূ সোনালী খাতুন (৩৫), দুই শ্যালক মো. টিপু মিয়া (২৫) ও মো. মিনার হোসেন (৩০), শ্যালিকা মুর্শিদা খাতুন (২৮)-সহ পাঁচজনকে যৌথবাহিনী আটক করে।
বিভাগীয় ইউএনও রিজু তামান্না জানিয়েছেন, ভিডিও ভাইরাল হওয়ার পর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দল সহায়তা প্রদান করে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, মামলাটি বৃদ্ধার মেয়ে আম্বিয়া খাতুন দায়ের করেছেন। ভিডিওতে দেখা যায়, পুত্রবধূ প্রথমে মাকে মাটিতে ফেলে মারধর করছেন, পরে ছেলে মাকে গলাটিপে ধরে আছাড় মেরে লাথি মারার চেষ্টা করেন। আহত বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
অভিযুক্তরা আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হবে। সাধারণ মানুষ ভিডিওটি দেখে ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।