সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে এক যুবক বৈদ্যুতিক খুঁটির উপর চড়ে একের পর এক হাইটেনশন লাইনের তার কেটে দিচ্ছেন। দাবি করা হচ্ছে, তার প্রেমিকার মোবাইল ফোন সারাক্ষণ ব্যস্ত থাকায় রাগে সে এই চরম সিদ্ধান্ত নিয়েছে। তার উদ্দেশ্য শুধুই প্রেমিকার মনোযোগ আকর্ষণ।
ভিডিওতে যুবকের কর্মকাণ্ডের পর পুরো গ্রাম বিদ্যুৎহীন হয়ে যায়। যদিও ভিডিও থেকে এলাকার সঠিক তথ্য জানা যায়নি, তবে ঘটনা দেখেই নেটিজেনরা হতবাক। এক নেটিজেন লিখেছেন, “অনেক প্রেমিককে দেখেছি, কিন্তু এই প্রথম প্রেমের জন্য এমন পাগল প্রেমিক দেখলাম।” আরেকজন মজা করে লিখেছেন, “প্রেমের ক্ষোভে প্রেমিকরা সাধারণত নিজেদের হাতের শিরা কেটে ফেলে, এ তো গোটা গ্রামের শিরা কেটে ফেলল।”
এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। ২০২২ সালে ভারতের বিহারের পূর্ণিয়া জেলার গণেশপুর গ্রামে একজন ব্যক্তি রাতের অন্ধকারে গ্রামে বিদ্যুৎ বন্ধ করতেন, যাতে গোপনে প্রেমিকার সঙ্গে দেখা করতে পারেন।