ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রশিবির নেতা সিবগার অভিযোগ: ছাত্রদলের বিরুদ্ধে ৩০টি ধর্ষণের খবর প্রকাশিত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা অভিযোগ করেছেন, গণঅভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত ছাত্রদলের বিরুদ্ধে অন্তত ৩০টি ধর্ষণের খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।

সিবগা লিখেছেন, “জুলাই বিপ্লবের পরে এখন পর্যন্ত ছাত্রদলের ৩০টি ধর্ষণের খবর পত্রিকায় এসেছে। না জানি আর কত বোন মুখ লুকিয়ে বোবা কান্না করছেন।” তিনি স্ট্যাটাসের সঙ্গে ছাত্রদলের বিরুদ্ধে প্রকাশিত সংবাদপত্রের কাটিংও শেয়ার করেন।

তার অভিযোগে আরও বলা হয়, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নারী প্রার্থীদের হত্যা-ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, অনলাইনে বুলিং ও ছবি বিকৃত করা হচ্ছে। নারীর সম্মান রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করে তিনি লিখেছেন, “নারীর সম্মান নষ্ট করা প্রতিটি কাপুরুষের বিরুদ্ধে জিরো টলারেন্স।”

উল্লেখ্য, সম্প্রতি ঢাবির নারী শিক্ষার্থী ও ডাকসু প্রার্থী বিএম ফাহমিদা আলমকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেন ঢাবির শিক্ষার্থী আলী হোসেন। তবে ছাত্রদল দাবি করেছে, আলী হোসেন তাদের কর্মী নন, বরং শিবিরের কর্মী। একই সঙ্গে আলীর শাস্তির দাবিতে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে।

জনপ্রিয় সংবাদ

ছাত্রশিবির নেতা সিবগার অভিযোগ: ছাত্রদলের বিরুদ্ধে ৩০টি ধর্ষণের খবর প্রকাশিত

আপডেট সময় ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা অভিযোগ করেছেন, গণঅভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত ছাত্রদলের বিরুদ্ধে অন্তত ৩০টি ধর্ষণের খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।

সিবগা লিখেছেন, “জুলাই বিপ্লবের পরে এখন পর্যন্ত ছাত্রদলের ৩০টি ধর্ষণের খবর পত্রিকায় এসেছে। না জানি আর কত বোন মুখ লুকিয়ে বোবা কান্না করছেন।” তিনি স্ট্যাটাসের সঙ্গে ছাত্রদলের বিরুদ্ধে প্রকাশিত সংবাদপত্রের কাটিংও শেয়ার করেন।

তার অভিযোগে আরও বলা হয়, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নারী প্রার্থীদের হত্যা-ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, অনলাইনে বুলিং ও ছবি বিকৃত করা হচ্ছে। নারীর সম্মান রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করে তিনি লিখেছেন, “নারীর সম্মান নষ্ট করা প্রতিটি কাপুরুষের বিরুদ্ধে জিরো টলারেন্স।”

উল্লেখ্য, সম্প্রতি ঢাবির নারী শিক্ষার্থী ও ডাকসু প্রার্থী বিএম ফাহমিদা আলমকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেন ঢাবির শিক্ষার্থী আলী হোসেন। তবে ছাত্রদল দাবি করেছে, আলী হোসেন তাদের কর্মী নন, বরং শিবিরের কর্মী। একই সঙ্গে আলীর শাস্তির দাবিতে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে।