গণঅধিকারের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলায় জামায়াতে ইসলামী জড়িত বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডে শাখা ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
আমান বলেন, “নুরুল হক নুরসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোতে দুই পক্ষেই জামায়াতের লোক জড়িত। তারা ভেতরে ঢুকে স্যাবোটাজ তৈরি করছে, পরিস্থিতি ঘোলাটে করছে এবং মানুষকে বোঝাতে চাইছে যে এ মুহূর্তে কোনো নির্বাচন সম্ভব নয়। এর মাধ্যমে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। তবে এ খেলা এখন মানুষ বুঝে গেছে।”
এ সময় তিনি ডাকসু নির্বাচনে শিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি, রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্তা ও সারা দেশে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচির যৌক্তিকতা তুলে ধরেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্যারিস রোডে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।
কর্মসূচিতে রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।