ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে নুরকে দেখে কাঁদলেন রাশেদ খান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯১ বার পড়া হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গেছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি জানান, হাসপাতালে গিয়ে নুরকে বিছানায় কাতর অবস্থায় পেয়েছেন। “এখনও নুরের নাক দিয়ে রক্ত পড়ছে, কাশি দিলে রক্ত বের হচ্ছে। কথা বলতে পারছেন না। তাও কষ্ট করে দু-একটি কথা বলেছেন। বলেছেন—‘ভাই আমার খুব কষ্ট হচ্ছে।’”

এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পাশাপাশি গণঅধিকারের নেতৃবৃন্দ এবং নুরের স্ত্রী মারিয়া আক্তার লুনার সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাশেদ খান জানান, বৈঠকে ইউনূস বলেন, “যে ছেলে আওয়ামী লীগের আমলে এতবার মার খেলো, সে আমাদের সময়েও এভাবে হামলার শিকার হলো!” হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

নুরের স্ত্রী লুনা জানান, প্রধান উপদেষ্টা দোষীদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি নুরের চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন। তিনি দুশ্চিন্তামুক্ত থাকার পরামর্শ দিয়ে বলেন, সরকার যেকোনো প্রয়োজনেও নুরের পাশে থাকবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন ড. আসিফ নজরুল, পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান এবং মানবাধিকার কর্মী আদিলুর রহমান।

জনপ্রিয় সংবাদ

কত আসনে প্রার্থী দেবে এনসিপি, স্পষ্ট করলেন নাহিদ

হাসপাতালে নুরকে দেখে কাঁদলেন রাশেদ খান

আপডেট সময় ০৯:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গেছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি জানান, হাসপাতালে গিয়ে নুরকে বিছানায় কাতর অবস্থায় পেয়েছেন। “এখনও নুরের নাক দিয়ে রক্ত পড়ছে, কাশি দিলে রক্ত বের হচ্ছে। কথা বলতে পারছেন না। তাও কষ্ট করে দু-একটি কথা বলেছেন। বলেছেন—‘ভাই আমার খুব কষ্ট হচ্ছে।’”

এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পাশাপাশি গণঅধিকারের নেতৃবৃন্দ এবং নুরের স্ত্রী মারিয়া আক্তার লুনার সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাশেদ খান জানান, বৈঠকে ইউনূস বলেন, “যে ছেলে আওয়ামী লীগের আমলে এতবার মার খেলো, সে আমাদের সময়েও এভাবে হামলার শিকার হলো!” হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

নুরের স্ত্রী লুনা জানান, প্রধান উপদেষ্টা দোষীদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি নুরের চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন। তিনি দুশ্চিন্তামুক্ত থাকার পরামর্শ দিয়ে বলেন, সরকার যেকোনো প্রয়োজনেও নুরের পাশে থাকবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন ড. আসিফ নজরুল, পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান এবং মানবাধিকার কর্মী আদিলুর রহমান।