ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তেঁতুলিয়ার আকাশে ঝলসে উঠল কাঞ্চনজঙ্ঘা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবারও প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপূর্ব বিস্ময়ের দ্বার খুলে দিয়েছে। টানা দুই দিন ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় ও হিমালয়ের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে আংশিকভাবে দেখা দিলেও মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ও বিকেলে পরিষ্কার নীল আকাশে স্পষ্ট দেখা যায় বরফে মোড়ানো বিশাল শৃঙ্গটি। মুহূর্তেই মেঘমুক্ত উত্তরের আকাশে ঝলমল করে ওঠা এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, জেলার তেঁতুলিয়া ছাড়াও পঞ্চগড় সদর, বোদা ও আটোয়ারী থেকেও সহজেই দেখা গেছে এই মনোমুগ্ধকর দৃশ্য। কেউ মোবাইল ক্যামেরায় বন্দি করেছেন মুহূর্তগুলো, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে উপভোগ করেছেন প্রকৃতির এই বিরল সৌন্দর্য।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, টানা দুদিন পরিষ্কার আবহাওয়ার কারণেই কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়েছে। তবে আগামী সাত দিনে বৃষ্টি ও মেঘের সম্ভাবনা থাকায় দৃশ্যটি হয়তো কিছুদিন আড়ালেই থাকবে।

উল্লেখ্য, প্রতিবছর সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত, বিশেষ করে অক্টোবর-নভেম্বর মাসে আবহাওয়া অনুকূলে থাকলে তেঁতুলিয়া থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার মহিমাময় রূপ।

জনপ্রিয় সংবাদ

জাতীয় সরকার গঠনের ইঙ্গিত জামায়াতের

তেঁতুলিয়ার আকাশে ঝলসে উঠল কাঞ্চনজঙ্ঘা

আপডেট সময় ১১:৩১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবারও প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপূর্ব বিস্ময়ের দ্বার খুলে দিয়েছে। টানা দুই দিন ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় ও হিমালয়ের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে আংশিকভাবে দেখা দিলেও মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ও বিকেলে পরিষ্কার নীল আকাশে স্পষ্ট দেখা যায় বরফে মোড়ানো বিশাল শৃঙ্গটি। মুহূর্তেই মেঘমুক্ত উত্তরের আকাশে ঝলমল করে ওঠা এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, জেলার তেঁতুলিয়া ছাড়াও পঞ্চগড় সদর, বোদা ও আটোয়ারী থেকেও সহজেই দেখা গেছে এই মনোমুগ্ধকর দৃশ্য। কেউ মোবাইল ক্যামেরায় বন্দি করেছেন মুহূর্তগুলো, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে উপভোগ করেছেন প্রকৃতির এই বিরল সৌন্দর্য।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, টানা দুদিন পরিষ্কার আবহাওয়ার কারণেই কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়েছে। তবে আগামী সাত দিনে বৃষ্টি ও মেঘের সম্ভাবনা থাকায় দৃশ্যটি হয়তো কিছুদিন আড়ালেই থাকবে।

উল্লেখ্য, প্রতিবছর সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত, বিশেষ করে অক্টোবর-নভেম্বর মাসে আবহাওয়া অনুকূলে থাকলে তেঁতুলিয়া থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার মহিমাময় রূপ।