চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে স্ত্রীকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ইছানগর এলাকার নুর হোসেনের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম রেশমা আকতার রুমা (১৮)। গুরুতর আহত অবস্থায় ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে তার স্বামী **মোহাম্মদ ইব্রাহিম (১৯)**কে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের সংসারে রয়েছে আট মাসের একটি কন্যাশিশু।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে ভাড়া বাসার ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে আত্মীয়রা ঘরের টিন কেটে প্রবেশ করেন। এসময় এক কক্ষে রেশমার গলাকাটা লাশ এবং অন্য কক্ষে ঝুলন্ত অবস্থায় ইব্রাহিমকে দেখতে পান তারা। পরে স্থানীয়দের সহায়তায় ইব্রাহিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি ধারালো বটি উদ্ধার করেছে পুলিশ।
নিহতের ফুফি পিয়ারা বেগম (২৬) জানান, ১৩ দিন আগে রেশমা তার স্বামী ও কন্যাসন্তানকে নিয়ে বেড়াতে আসেন। প্রতিদিনের মতো মঙ্গলবারও তিনি ও তার স্বামী কাজে বের হয়ে যান। সন্ধ্যায় বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘরে প্রবেশ করলে এ ভয়াবহ দৃশ্য চোখে পড়ে।
পিয়ারা বেগমের স্বামী মোহাম্মদ সবুজ (৩০) বলেন, গত ১৩ দিনে তাদের কোনো ঝগড়াঝাটি হয়নি। হঠাৎ কেন এ ঘটনা ঘটল, তা তারা বুঝতে পারছেন না।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, ইব্রাহিমকে আত্মহত্যার চেষ্টা থেকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ বলেন, নিহতের লাশ উদ্ধার করে চমেকের মর্গে পাঠানো হয়েছে এবং আহত স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘটনার পর স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে হত্যার সঠিক কারণ এখনও উদঘাটিত হয়নি।