বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বুধবার টাঙ্গাইল শহর ও উপজেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় পিআর পদ্ধতির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “সোশ্যাল মিডিয়ায় মানুষ বলে ভোট দিচ্ছি সন্দ্বীপে এমপি পাইছি মালদ্বীপ। এরকম হলে কি চলবে? এদেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই নির্বাচন হবে।”
তিনি আরও জানান, সাধারণ মানুষ পিআর পদ্ধতি বোঝে না। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “পিআর মানে কি? ভোট দিলাম টাঙ্গাইলে এমপি পাইলাম নোয়াখালীতে। টাঙ্গাইলে যে জনপ্রতিনিধি টাঙ্গাইলের মানুষই চিনবে। নোয়াখালীর মানুষ নোয়াখালীর জনপ্রতিনিধিকে চিনবে। এটাই তো হওয়ার কথা।”
তিনি দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতনের কথাও তুলে ধরেন। বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ করে দিতে পারলে বিএনপি শেষ হয়ে যাবে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে, জেলের ঘানি টানতে হয়েছে। তারপরও নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে।”
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “এই দেশটা আমাদের সকলের। তাই বাংলাদেশকে বুকে ধারণ করে আগামী দিনের পথ চলতে হবে। এজন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নতুন স্লোগান দিয়েছেন – ভোট দেব ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ।