এবার বাংলাদেশের সাথে প্রতিহিংসা করে চলছে ভারত। ফারাক্কা বাঁধের চুক্তি অনুযায়ী প্রাপ্য দেয়নি ভারত, একই সাথে কোনো সভ্য দেশ আরেকটি দেশের ভিসা বন্ধ করতে পারে না।
এদিকে শেখ হাসিনা ভারতের দাসত্ব করেছে। সেই সাথে ড. ইউনূসের দায়িত্ব হলো নির্বাচনের ব্যবস্থা করা বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ মঙ্গলবার (২০ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত – ‘প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্র সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েও প্রতিহিংসার শিকার ইঞ্জিনিয়ার ইশরাক। শামসুজ্জামান দুদু বলেন, কোর্টের আইন না মানলে তাকে ফ্যাসিস্ট বলা হয়। সরকার সেই পথে হাঁটছে কিনা সেটিই প্রশ্ন। এছাড়া আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করছে, এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।