জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কর্মকর্তারা।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের মানবসম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শে নয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। নির্বাচনী প্রশিক্ষণে ব্যবহার হবে প্রামাণ্যচিত্র, অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, ফিল্ম ও বুকলেট।
দেশজুড়ে পুলিশের ১৩০টি ছোট ও ৪টি বড় প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ১৯টি প্রশিক্ষণ কেন্দ্রে ১,২৯২ জন ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি) তৈরি করা হবে, যারা দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।
ডিআইজি জিয়া উদ্দিন জানান, নির্বাচনকালীন সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বাস্তবমুখী মহড়া দেওয়া হবে। চলতি সপ্তাহের শেষে রাজারবাগ পুলিশ লাইনসে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।