মো. সাব্বির হোসেন বিপ্লব
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:-
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামীকাল শনিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিকভাবে চালু থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার।
বাংলাহিলি সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, “প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে রবিবার থেকে যথারীতি আবারও চালু হবে।”
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম জানান, শনিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।