ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘আওয়ামী লীগ-জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে এক কাতারে রেখে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরে কুলি-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এক চোর দেশ ছেড়ে পালিয়েছে। এত দিন যারা তার ছায়াতলে ছিল, এখন তারাই আবার ব্যানারে আশ্রয় দেওয়ার কথা বলছে।”

তিনি অভিযোগ করেন, চুরি-বাটপারি ছাড়া আওয়ামী লীগে কেউ নেতা হয়নি। জাতীয় পার্টির নেতাদের রিফাইন্ড আওয়ামী লীগ প্রসঙ্গকে ভারতের দেওয়া আইডিয়া উল্লেখ করে সারজিস আলম বলেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এ ধরনের ধারণা বাস্তবায়ন হবে না।

বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা ও চব্বিশে ছাত্র-জনতার হত্যার জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, “যেভাবে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেভাবে তাদের বড় দোসর জাতীয় পার্টিকেও রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে।”

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, “ফ্যাসিস্টদের প্রতি নমনীয় আচরণ সরকারের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি করছে। আপনাদের কাজ হলো খুনিদের বিচারের মঞ্চে নেওয়া।”

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগ্রহণের লাল চাঁদ খালি চোখে দেখলে কিছু হবে?

‘আওয়ামী লীগ-জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই’

আপডেট সময় ১২:০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে এক কাতারে রেখে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরে কুলি-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এক চোর দেশ ছেড়ে পালিয়েছে। এত দিন যারা তার ছায়াতলে ছিল, এখন তারাই আবার ব্যানারে আশ্রয় দেওয়ার কথা বলছে।”

তিনি অভিযোগ করেন, চুরি-বাটপারি ছাড়া আওয়ামী লীগে কেউ নেতা হয়নি। জাতীয় পার্টির নেতাদের রিফাইন্ড আওয়ামী লীগ প্রসঙ্গকে ভারতের দেওয়া আইডিয়া উল্লেখ করে সারজিস আলম বলেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এ ধরনের ধারণা বাস্তবায়ন হবে না।

বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা ও চব্বিশে ছাত্র-জনতার হত্যার জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, “যেভাবে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেভাবে তাদের বড় দোসর জাতীয় পার্টিকেও রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে।”

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, “ফ্যাসিস্টদের প্রতি নমনীয় আচরণ সরকারের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি করছে। আপনাদের কাজ হলো খুনিদের বিচারের মঞ্চে নেওয়া।”