ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বৈরাচার রোধে পিআর পদ্ধতির বিকল্প নেই: চরমোনাই পীর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৩০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে। তাই প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় স্বৈরতন্ত্র মাথাচাড়া দিতে পারে, এ অবস্থায় স্বৈরাচার রোধে পিআর (Proportional Representation) পদ্ধতির কোনো বিকল্প নেই।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ উত্তর বাজার শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত গণসমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মুফতি রেজাউল করীম বলেন, “নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি আমাদের আগে থেকেই রয়েছে। কিন্তু প্রচলিত ব্যবস্থায় কালো টাকার প্রভাব ও সহিংসতার কারণে সাধারণ মানুষ ভোট দিতে পারে না। ফলে কর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নামানো হবে কি না, তা নিয়ে ভাবছি।”

পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে অংশ নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা দেশের কল্যাণের জন্য পিআর পদ্ধতির দাবি জানাচ্ছি এবং জানাতেই থাকবো। পরিস্থিতি অনুকূলে থাকলে নির্বাচনী মাঠে সক্রিয় হবো। তবে সহিংস পরিবেশে অংশগ্রহণ নিয়ে দলের ভেতরে শঙ্কা রয়ে গেছে।”

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনের প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা সভাপতি মাওলানা আবু বকর, উপজেলা সেক্রেটারি মো. মিজানুর রহমান প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগ্রহণের লাল চাঁদ খালি চোখে দেখলে কিছু হবে?

স্বৈরাচার রোধে পিআর পদ্ধতির বিকল্প নেই: চরমোনাই পীর

আপডেট সময় ১২:৩০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে। তাই প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় স্বৈরতন্ত্র মাথাচাড়া দিতে পারে, এ অবস্থায় স্বৈরাচার রোধে পিআর (Proportional Representation) পদ্ধতির কোনো বিকল্প নেই।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ উত্তর বাজার শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত গণসমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মুফতি রেজাউল করীম বলেন, “নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি আমাদের আগে থেকেই রয়েছে। কিন্তু প্রচলিত ব্যবস্থায় কালো টাকার প্রভাব ও সহিংসতার কারণে সাধারণ মানুষ ভোট দিতে পারে না। ফলে কর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নামানো হবে কি না, তা নিয়ে ভাবছি।”

পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে অংশ নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা দেশের কল্যাণের জন্য পিআর পদ্ধতির দাবি জানাচ্ছি এবং জানাতেই থাকবো। পরিস্থিতি অনুকূলে থাকলে নির্বাচনী মাঠে সক্রিয় হবো। তবে সহিংস পরিবেশে অংশগ্রহণ নিয়ে দলের ভেতরে শঙ্কা রয়ে গেছে।”

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনের প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা সভাপতি মাওলানা আবু বকর, উপজেলা সেক্রেটারি মো. মিজানুর রহমান প্রমুখ।