ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পল্লী বিদ্যুৎ কর্মীদের কাজে ফেরার আহ্বান উপদেষ্টার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

 

বিভিন্ন দাবিতে গণছুটির ঘোষণা দিয়ে আন্দোলনে থাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “পল্লী বিদ্যুৎ সচল রাখার জন্য আমাদের বিকল্প ব্যবস্থা আছে। হাজার হাজার লোক কাজ করতে আসছে। আমরা পুরোনোদের নিয়েই কাজ করতে চাই। তবে কেউ নাশকতার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কিছু দাবি যৌক্তিক হলেও এর পেছনে রাজনৈতিক ইন্ধন থাকতে পারে বলে গোয়েন্দা সংস্থার তথ্য রয়েছে। “সামনে নির্বাচন। সবাই নির্বাচন চায় তা নয়। যারা চায় না, তারাও এ আন্দোলনে থাকতে পারে। তবে আমরা সেটি মনে করতে চাই না। হয়তো ভুল বোঝাবুঝির কারণে তারা কাজে ফেরেননি। কিন্তু যদি না ফেরেন, তবে ধরে নিতে হবে এর পেছনে কারও ইন্ধন রয়েছে,” যোগ করেন উপদেষ্টা।

উপদেষ্টা আরও বলেন, আন্দোলন শুরুর পর কিছু কর্মকর্তাকে বদলি করা হয় এবং কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর মে মাসে কর্মীরা আবার আন্দোলনে নামেন। পরে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনে বলা হয়, মোট ৩০২৯ জনকে বদলি করা হয়েছিল, যার মধ্যে কিছু ছিল রুটিন বদলি। সরকারের পক্ষ থেকে বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দেওয়া হয় এবং ইতোমধ্যে ৮০৩ জনকে পূর্বের কর্মস্থলে বহাল করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মিশন শুরু এশিয়া কাপের প্রথম ম্যাচে, মুখোমুখি হংকং

পল্লী বিদ্যুৎ কর্মীদের কাজে ফেরার আহ্বান উপদেষ্টার

আপডেট সময় ০৭:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

 

বিভিন্ন দাবিতে গণছুটির ঘোষণা দিয়ে আন্দোলনে থাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “পল্লী বিদ্যুৎ সচল রাখার জন্য আমাদের বিকল্প ব্যবস্থা আছে। হাজার হাজার লোক কাজ করতে আসছে। আমরা পুরোনোদের নিয়েই কাজ করতে চাই। তবে কেউ নাশকতার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কিছু দাবি যৌক্তিক হলেও এর পেছনে রাজনৈতিক ইন্ধন থাকতে পারে বলে গোয়েন্দা সংস্থার তথ্য রয়েছে। “সামনে নির্বাচন। সবাই নির্বাচন চায় তা নয়। যারা চায় না, তারাও এ আন্দোলনে থাকতে পারে। তবে আমরা সেটি মনে করতে চাই না। হয়তো ভুল বোঝাবুঝির কারণে তারা কাজে ফেরেননি। কিন্তু যদি না ফেরেন, তবে ধরে নিতে হবে এর পেছনে কারও ইন্ধন রয়েছে,” যোগ করেন উপদেষ্টা।

উপদেষ্টা আরও বলেন, আন্দোলন শুরুর পর কিছু কর্মকর্তাকে বদলি করা হয় এবং কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর মে মাসে কর্মীরা আবার আন্দোলনে নামেন। পরে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনে বলা হয়, মোট ৩০২৯ জনকে বদলি করা হয়েছিল, যার মধ্যে কিছু ছিল রুটিন বদলি। সরকারের পক্ষ থেকে বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দেওয়া হয় এবং ইতোমধ্যে ৮০৩ জনকে পূর্বের কর্মস্থলে বহাল করা হয়েছে।