ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২১ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ) দুপুরে পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন– পাবনা জেলার সুজানগর পৌর যুবলীগের সভাপতি ও সুজানগর উপজেলা ছাত্রলীগের ভাইস চেয়ারম্যান মো. জুয়েল রানা (৩৫), চট্টগ্রাম মহানগরের এজিএস ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী আল নমান সাইফ (২৯), চট্টগ্রাম জেলা যুবলীগের সক্রিয় কর্মী মো. জুলহাস (২৬), ছাত্রলীগের সক্রিয় কর্মী ইমন হোসেন খান মানিক (২৫), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. সাগর হোসেন (২৭) এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. ওহিদুল ইসলাম সুমন (৩৩)।শুক্রবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল (বৃহস্পতিবার) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে হার্ট ফাউন্ডেশনের সামনে অবস্থানকালে গোপন সংবাদ পায় পুলিশ। খবর পাওয়া যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন সদস্য পাইকপাড়া ডি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে জড়ো হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছে এবং সরকারবিরোধী স্লোগান দিচ্ছে। পরে পুলিশ ২টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে প্রায় ৩০-৪০ জন মুখোশধারী সদস্য পালানোর চেষ্টা করে। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হলেও অন্যরা কৌশলে পালিয়ে যায়। তালেবুর রহমান জানান, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মিরপুর মডেল থানায় মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ডাকসু ও জাকসু নির্বাচন কারচুপিতে হাসিনাকে ছাড়িয়েছে: মুন্না

রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০২:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ) দুপুরে পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন– পাবনা জেলার সুজানগর পৌর যুবলীগের সভাপতি ও সুজানগর উপজেলা ছাত্রলীগের ভাইস চেয়ারম্যান মো. জুয়েল রানা (৩৫), চট্টগ্রাম মহানগরের এজিএস ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী আল নমান সাইফ (২৯), চট্টগ্রাম জেলা যুবলীগের সক্রিয় কর্মী মো. জুলহাস (২৬), ছাত্রলীগের সক্রিয় কর্মী ইমন হোসেন খান মানিক (২৫), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. সাগর হোসেন (২৭) এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. ওহিদুল ইসলাম সুমন (৩৩)।শুক্রবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল (বৃহস্পতিবার) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে হার্ট ফাউন্ডেশনের সামনে অবস্থানকালে গোপন সংবাদ পায় পুলিশ। খবর পাওয়া যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন সদস্য পাইকপাড়া ডি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে জড়ো হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছে এবং সরকারবিরোধী স্লোগান দিচ্ছে। পরে পুলিশ ২টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে প্রায় ৩০-৪০ জন মুখোশধারী সদস্য পালানোর চেষ্টা করে। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হলেও অন্যরা কৌশলে পালিয়ে যায়। তালেবুর রহমান জানান, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মিরপুর মডেল থানায় মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।