ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় বিএনপির ফেস্টুন ভাঙচুর: নেতাকর্মীদের তীব্র নিন্দা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৭০০ বার পড়া হয়েছে

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় যুবদল নেতার ফেস্টুন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। তবে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক বিরোধ সৃষ্টি করতে একটি গোষ্ঠী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। পোস্টার ফেস্টুন ছিঁড়ে বা বিকৃত করে উস্কে দেওয়ার চেষ্টা করছে। নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, কেউ যেন বিরোধে না জড়ায়। গত মঙ্গলবার রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম এলাকায় যুবদল নেতা রবিউল ইসলামের ব্যানার ফেস্টুনে থাকা ছবি ছিড়ে ফেলার ঘটনা ঘটে। এছাড়াও ফেস্টুনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও সাবেক এমপি মোশারফ হোসেনের ছবি সম্বলিত ফেস্টুন ছিঁড়ে ফেলাসহ উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার বিকৃত করার অভিযোগ করেন স্থানীয় নেতারা। উক্ত ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার তার ফেসবুক পেইজে  প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন,গত ৩দিন আগে নন্দীগ্রাম উপজেলার ৫নং ইউনিয়ন ভাটগ্রাম কাথমের মোড়ে রাতের বেলা কে বা কাহারা যুবদল নেতার ফেস্টুনে থাকা ছবি ছিঁড়ে ফেলে জঘন্যতম কাজ করেছে এতে আমি ধিক্কার জানাই এইসব নোংরা কাজকে এবং যারা এগুলো করেছে তাদের বলতে চাই এইসব নোংরামিতে আমরা বিশ্বাসী নই এবং সাপোর্ট করি না।  আমরা চাই সুষ্ঠু,সুন্দর এবং সঠিক ধারায় নীতি- আদর্শের রাজনীতির পরিবেশ অক্ষুন্ন থাকুক। যারা এই নোংরা কাজ করেছে তাদেরকে বলতেছি নোংরামি রাজনীতি বন্ধ করুন।

জনপ্রিয় সংবাদ

১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

বগুড়ায় বিএনপির ফেস্টুন ভাঙচুর: নেতাকর্মীদের তীব্র নিন্দা

আপডেট সময় ০৮:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় যুবদল নেতার ফেস্টুন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। তবে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক বিরোধ সৃষ্টি করতে একটি গোষ্ঠী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। পোস্টার ফেস্টুন ছিঁড়ে বা বিকৃত করে উস্কে দেওয়ার চেষ্টা করছে। নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, কেউ যেন বিরোধে না জড়ায়। গত মঙ্গলবার রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম এলাকায় যুবদল নেতা রবিউল ইসলামের ব্যানার ফেস্টুনে থাকা ছবি ছিড়ে ফেলার ঘটনা ঘটে। এছাড়াও ফেস্টুনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও সাবেক এমপি মোশারফ হোসেনের ছবি সম্বলিত ফেস্টুন ছিঁড়ে ফেলাসহ উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার বিকৃত করার অভিযোগ করেন স্থানীয় নেতারা। উক্ত ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার তার ফেসবুক পেইজে  প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন,গত ৩দিন আগে নন্দীগ্রাম উপজেলার ৫নং ইউনিয়ন ভাটগ্রাম কাথমের মোড়ে রাতের বেলা কে বা কাহারা যুবদল নেতার ফেস্টুনে থাকা ছবি ছিঁড়ে ফেলে জঘন্যতম কাজ করেছে এতে আমি ধিক্কার জানাই এইসব নোংরা কাজকে এবং যারা এগুলো করেছে তাদের বলতে চাই এইসব নোংরামিতে আমরা বিশ্বাসী নই এবং সাপোর্ট করি না।  আমরা চাই সুষ্ঠু,সুন্দর এবং সঠিক ধারায় নীতি- আদর্শের রাজনীতির পরিবেশ অক্ষুন্ন থাকুক। যারা এই নোংরা কাজ করেছে তাদেরকে বলতেছি নোংরামি রাজনীতি বন্ধ করুন।