চাঁদপুরের হাজীগঞ্জে গাঁয়ে হলুদের অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন বর রনি মিজি (১৯)। তাৎখনিক পরিবারের লোকজন তাকে নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে রওনা দেন। পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিলো। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রনি মিজি ওই বাড়ির বিল্লাল মিজির ছেলে। শুক্রবার দুপুরে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা গেছে, রনি মিজি গত বছর হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। পড়ালেখার সময় পাশ্ববর্তী শাহরাস্তি উপজেলার এক মেয়ে সহপাঠীর সাথে পরিচয়। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন। নিকট আত্মীয়-স্বজনকে বিয়ের আমন্ত্রণ’সহ সকল প্রস্তুতি সম্পন্ন। শুক্রবার দুপুরে বিয়ের দিন ধার্য্য করা হয়।বৃহস্পতিবার রাতে বর-কনের নিজ নিজ বাড়িতে ঘটা করে হচ্ছিলো গাঁয়ে হলুদের অনুষ্ঠান।কিন্তু উৎসবমুখর পরিবেশ বিষাদে পরিণত হয়। বর রনি মিজির গাঁয়ে হলুদ চলাকালে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎখনিক পরিবারের লোকজন তাকে নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে রওনা দেন এবং পথিমধ্যে তিনি মারা যান। শুক্রবার জুমআ’র নামাজের পর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই ঘটনায় নিহতের স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে বরের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন কনে ও তারা প্রবাসী বাবা। কনে কুমিল্লার একটি হাসপাতালে এবং তার বাবাও প্রবাসে চিকিৎসাধীন।বিষয়টি নিশ্চিত করে দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া বলেন, রনি মিজির দাফন-কাপনে উপস্থিত ছিলাম। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।