ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

একসময় যে ক্যাম্পাসে শিবিরকে নি’ষিদ্ধ করা হয়েছিল, সেই ক্যাম্পাসেই শিবিরের ভূমিধস বিজয় হলো

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৫৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫১৩ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং থেকে শুরু করে ভাইভা বোর্ড থেকে বাদ পড়ার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে একটি দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে তিনি জানান, ভর্তি কোচিং করার সময় আর্থিক সংকট, পারিবারিক চাপে কোচিং ছেড়ে দেওয়া, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া এবং শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষায় ১৯তম হলেও ভাইভা থেকে বের করে দেওয়ার মতো ঘটনাগুলো তার জীবনে গভীর প্রভাব ফেলেছে।

সিবগাতুল্লাহ লিখেছেন, “আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম, জাহাঙ্গীরনগরের ময়দানকে ইসলামের জন্য কবুল করো। আজকে সেই ক্যাম্পাসেই শিবিরের ভূমিধস বিজয় হলো। আল্লাহু আকবর।”

তার ভাষ্যে উঠে এসেছে—মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি অবিচার, পারিবারিক বিরোধিতা, শিবিরের সহকর্মীদের সহযোগিতা এবং ব্যক্তিগত সংগ্রামের কাহিনি। তিনি উল্লেখ করেছেন, একসময় যে ক্যাম্পাসে শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল, আজ সেখানে তাদের বিজয় হয়েছে।

স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর শিবিরসহ বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ ঘোষণার পরও চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

একসময় যে ক্যাম্পাসে শিবিরকে নি’ষিদ্ধ করা হয়েছিল, সেই ক্যাম্পাসেই শিবিরের ভূমিধস বিজয় হলো

আপডেট সময় ১২:৫৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং থেকে শুরু করে ভাইভা বোর্ড থেকে বাদ পড়ার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে একটি দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে তিনি জানান, ভর্তি কোচিং করার সময় আর্থিক সংকট, পারিবারিক চাপে কোচিং ছেড়ে দেওয়া, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া এবং শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষায় ১৯তম হলেও ভাইভা থেকে বের করে দেওয়ার মতো ঘটনাগুলো তার জীবনে গভীর প্রভাব ফেলেছে।

সিবগাতুল্লাহ লিখেছেন, “আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম, জাহাঙ্গীরনগরের ময়দানকে ইসলামের জন্য কবুল করো। আজকে সেই ক্যাম্পাসেই শিবিরের ভূমিধস বিজয় হলো। আল্লাহু আকবর।”

তার ভাষ্যে উঠে এসেছে—মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি অবিচার, পারিবারিক বিরোধিতা, শিবিরের সহকর্মীদের সহযোগিতা এবং ব্যক্তিগত সংগ্রামের কাহিনি। তিনি উল্লেখ করেছেন, একসময় যে ক্যাম্পাসে শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল, আজ সেখানে তাদের বিজয় হয়েছে।

স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর শিবিরসহ বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।