পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার শহরে একটি স্কুলবাসে ভয়াবহ বোমা হামলায় অন্তত ছয়জন নিহত এবং ৩০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (২১ মে) সকালে এই নৃশংস হামলার দায় ভারতের ওপর চাপিয়েছে ইসলামাবাদ, যদিও নয়াদিল্লি তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাবাহিনী এই হামলার জন্য ভারতের ‘সন্ত্রাসী প্রোক্সি’দের দায়ী করে বলেছে, নিরীহ শিশুদের বহনকারী বাস লক্ষ্য করে চালানো এই হামলা ভারতের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসনীতির’ অংশ। তবে হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি এবং পাকিস্তান এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, “খুজদারের হামলার সঙ্গে ভারতের জড়িত থাকার যে অভিযোগ পাকিস্তান করেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পাকিস্তান তাদের ব্যর্থতা ঢাকতে এবং আন্তর্জাতিক মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতে বারবার ভারতের ওপর দোষ চাপাচ্ছে।”
বিশ্লেষকরা বলছেন, এই হামলাটি ২০১৪ সালে পেশোয়ারে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হামলার ভয়াবহ স্মৃতি জাগিয়ে তোলে, যেখানে ১৩০-রও বেশি শিশু নিহত হয়েছিল। সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা বেড়েই চলেছে। মার্চ মাসে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) ট্রেন অপহরণ ও হত্যাযজ্ঞ চালিয়ে অন্তত ৩১ জনকে হত্যা করে।