চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী একটি বাসের চাপায় শাশুড়ি-পুত্রবধূসহ দুই সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সোনাই বটতল নামক স্থানে এ দুর্ঘটনায় অন্তত নয়জন গুরুতর আহত হয়েছেন।নিহতরা হলেন- চন্দনাইশ পৌরসভার ৫নং ওয়ার্ডের কারেজির বাড়ির করিম বকসুর স্ত্রী ফাতেমা বেগম (৭৫), তার ছেলে সেলিম উদ্দীনের স্ত্রী শামিমা আকতার (৩৭) এবং একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা মো. শরীফুল ইসলাম (৩০)। শরীফুলের বাড়ি ময়মনসিংহ সদর এলাকায়।জানা যায়, ফাতেমা বেগম, তার পুত্রবধু শামিমা ও পরিবারের অপর দুই সদস্য একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে চিকিৎসার জন্য দোহাজারী পৌরসদর এলাকায় আসেন। চিকিৎসা শেষে একই অটোরিকশাযোগে বাড়িতে ফিরে যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশা এবং পেছনে থাকা অপর একটি অটোরিকশা দোহাজারী পার হয়ে দেওয়ানহাট সোনাই বটতল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস একই সঙ্গে দুটি অটোরিকশাকে চাপা দেয়। এতে উভয় অটোরিকশায় থাকা অন্তত ১২ জন গুরুতর আহত হন। আহতদের দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাতেমা বেগম ও তার পুত্রবধূ শামিমাকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শরিফুল ইসলাম মারা যায়।দোহাজারী হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মহিউদ্দীন জানান, দুর্ঘটনার পরে ঘটনাস্থল থেকে বাসটি এবং দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা দুটি থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুই অটোরিকশাকে একসঙ্গে বাসের চাপা, শাশুড়ি-পুত্রবধূসহ নিহত ৩
-
ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময় ০৬:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- ৫১৫ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ