ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৩৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী রোববার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে বিএনপি, জামায়াত ও এনসিপির চার শীর্ষস্থানীয় নেতাও যাচ্ছেন, যা বাংলাদেশে নজিরবিহীন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, ২১ সেপ্টেম্বর রাতে একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন অধ্যাপক ইউনূস এবং ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাবেন। সফর শেষে ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

এই সফরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন।

জাতিসংঘের ৮০ বছর পূর্তি উপলক্ষে এবারের সাধারণ অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘বেটার টুগেদার: এইট্টি ইয়ারস অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস।’ পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের সভা হবে।

এছাড়া এ বছর বিশ্ব যুব কর্মসূচির ৩০ বছর পূর্তি এবং নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক ঐতিহাসিক রেজ্যুলেশনের ২৫ বছর পূর্তিও অধিবেশনের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচির মধ্যে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

দাফনের সময় নড়ে উঠল নবজাতক, হাসপাতালের কার্যক্রম বন্ধ

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

আপডেট সময় ০৮:৩৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী রোববার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে বিএনপি, জামায়াত ও এনসিপির চার শীর্ষস্থানীয় নেতাও যাচ্ছেন, যা বাংলাদেশে নজিরবিহীন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, ২১ সেপ্টেম্বর রাতে একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন অধ্যাপক ইউনূস এবং ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাবেন। সফর শেষে ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

এই সফরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন।

জাতিসংঘের ৮০ বছর পূর্তি উপলক্ষে এবারের সাধারণ অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘বেটার টুগেদার: এইট্টি ইয়ারস অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস।’ পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের সভা হবে।

এছাড়া এ বছর বিশ্ব যুব কর্মসূচির ৩০ বছর পূর্তি এবং নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক ঐতিহাসিক রেজ্যুলেশনের ২৫ বছর পূর্তিও অধিবেশনের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচির মধ্যে রয়েছে।