ঘোষিত দাবিসমূহ আদায়ের লক্ষ্যে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৭ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মুজিবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৫-দফা দাবির ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ অনুযায়ী, আগামীকাল ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের প্রধান অতিথি এবং সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
কেন্দ্র ঘোষিত ১৯ সেপ্টেম্বরের বিভাগীয় শহরগুলোর কর্মসূচিতে যেসব কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, তাদের মধ্যে রয়েছেন—
-
বরিশাল মহানগর: নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান
-
রংপুর মহানগর: সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
-
চট্টগ্রাম মহানগর: সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান
-
সিলেট মহানগর: সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ
-
রাজশাহী মহানগর: সহকারী সেক্রেটারি জেনারেল এড. মুয়াযযম হোসাইন হেলাল
-
মোমেনশাহী মহানগর: সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের
-
খুলনা মহানগর: কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘোষিত দাবিসমূহ আদায়ের লক্ষ্যে কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মহানগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা ও উপজেলায় যথারীতি কর্মসূচি পালিত হবে বলেও জানানো হয়।