ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫১০ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, জুলাই গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে।

বুধবার বিকেল ৩টায় রাজধানীর উত্তরার শহীদ মীর মুগ্ধমঞ্চ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ঢাকা-১৮ আসন নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এ দাবি জানান।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ আবু হানিফ, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা হাম্মাদ বিন মোশাররফ এবং দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলহাজ্ব আবু জাফর আলম প্রমুখ।

গণসমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্জ মো. আনোয়ার হোসেন। সমাবেশে তাকে হাতপাখা প্রতীক প্রদান করেন পীর সাহেব চরমোনাই এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে তার বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানান।

বক্তারা তাদের বক্তব্যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের জোর দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

এরদোগান: “গাজার নির্যাতিতদের পাশে তুরস্ক অটল, জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না”

গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে

আপডেট সময় ০৯:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, জুলাই গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে।

বুধবার বিকেল ৩টায় রাজধানীর উত্তরার শহীদ মীর মুগ্ধমঞ্চ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ঢাকা-১৮ আসন নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এ দাবি জানান।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ আবু হানিফ, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা হাম্মাদ বিন মোশাররফ এবং দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলহাজ্ব আবু জাফর আলম প্রমুখ।

গণসমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্জ মো. আনোয়ার হোসেন। সমাবেশে তাকে হাতপাখা প্রতীক প্রদান করেন পীর সাহেব চরমোনাই এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে তার বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানান।

বক্তারা তাদের বক্তব্যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের জোর দাবি জানান।