ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামের পথে তামিম মৃধা, যা বলছেন রিজিক নিয়ে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১০:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

অভিনয় ছেড়ে ইসলামের ছায়াতলে ফিরছেন এক সময়ের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা। নিজের বাহ্যিক রূপে বেশ পরিবর্তন এনেছেন তিনি। এ ছাড়া ইসলামিক বিভিন্ন কনটেন্টেও প্রায়ই তার দেখা মিলছে।সম্প্রতি পবিত্র উমরাহ পালনে সৌদি আরবে যান তামিম মৃধা। সেখানকার একটি ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন নিজের অনুভূতির কথা। ছবিতে দেখা যাচ্ছে, পবিত্র কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন মৃধা।ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করেন, এখন আমার রিজিকের কী অবস্থা। আমি ভাবি রিজিক নয় আসলে কী? এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি— এই সবকিছুই তো আমার রিজিক! সেই রিজিক নিয়েই আমি আমার সবচেয়ে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি, এর থেকে ভালো আর কী হতে পারে?’মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন।’উল্লেখ্য, ধর্মের টানে তামিমের অভিনয় ছাড়ার খবর এসেছিল চলতি বছরের শুরুর দিকে। সেই তথ্যটি পুরোপুরি সত্য নয় দাবি করা হলেও রুপালি পর্দায় তামিমকে আর দেখা যায়নি। ইসলামী রীতি-নীতি মেনে চলার চেষ্টা করছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ইসলামের পথে তামিম মৃধা, যা বলছেন রিজিক নিয়ে

আপডেট সময় ১০:১০:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

অভিনয় ছেড়ে ইসলামের ছায়াতলে ফিরছেন এক সময়ের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা। নিজের বাহ্যিক রূপে বেশ পরিবর্তন এনেছেন তিনি। এ ছাড়া ইসলামিক বিভিন্ন কনটেন্টেও প্রায়ই তার দেখা মিলছে।সম্প্রতি পবিত্র উমরাহ পালনে সৌদি আরবে যান তামিম মৃধা। সেখানকার একটি ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন নিজের অনুভূতির কথা। ছবিতে দেখা যাচ্ছে, পবিত্র কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন মৃধা।ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করেন, এখন আমার রিজিকের কী অবস্থা। আমি ভাবি রিজিক নয় আসলে কী? এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি— এই সবকিছুই তো আমার রিজিক! সেই রিজিক নিয়েই আমি আমার সবচেয়ে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি, এর থেকে ভালো আর কী হতে পারে?’মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন।’উল্লেখ্য, ধর্মের টানে তামিমের অভিনয় ছাড়ার খবর এসেছিল চলতি বছরের শুরুর দিকে। সেই তথ্যটি পুরোপুরি সত্য নয় দাবি করা হলেও রুপালি পর্দায় তামিমকে আর দেখা যায়নি। ইসলামী রীতি-নীতি মেনে চলার চেষ্টা করছেন তিনি।