ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমিরের রুকনিয়াত স্থগিত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিনের রুকনিয়াত (সদস্য) পদ স্থগিত করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা জামায়াতের সমর্থকরা আসন্ন নির্বাচনে দলীয় এমপি প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ করার পর।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক জসিম উদ্দিন সংগঠনের সুনাম, সুখ্যাতি, ঐতিহ্য ও শৃঙ্খলা বিনষ্ট করছেন, যা দলের গঠনতন্ত্রের ধারা ৬২ এর উপধারা ২ (ক) ও (খ)-এর লঙ্ঘন। সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা কর্মপরিষদের বৈঠকে তার সাংগঠনিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফজলুল হক শামীম জানিয়েছেন, জেলার চিঠি অনুযায়ী অধ্যাপক জসিম উদ্দিনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

অধ্যাপক জসিম উদ্দিন বলেন, জামায়াতের নিয়ম অনুযায়ী কাউকে অব্যাহতি দিলে তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হলে সিদ্ধান্ত নেওয়া যায়।

এর আগে, আসন্ন নির্বাচনে মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গত ১৩ সেপ্টেম্বর শতাধিক সমর্থক ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনে জামায়াতের মনোনীত প্রার্থী কামরুল হাসান মিলনের প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে চাঁদ খোসাল মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমিরের রুকনিয়াত স্থগিত

আপডেট সময় ১১:১৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিনের রুকনিয়াত (সদস্য) পদ স্থগিত করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা জামায়াতের সমর্থকরা আসন্ন নির্বাচনে দলীয় এমপি প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ করার পর।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক জসিম উদ্দিন সংগঠনের সুনাম, সুখ্যাতি, ঐতিহ্য ও শৃঙ্খলা বিনষ্ট করছেন, যা দলের গঠনতন্ত্রের ধারা ৬২ এর উপধারা ২ (ক) ও (খ)-এর লঙ্ঘন। সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা কর্মপরিষদের বৈঠকে তার সাংগঠনিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফজলুল হক শামীম জানিয়েছেন, জেলার চিঠি অনুযায়ী অধ্যাপক জসিম উদ্দিনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

অধ্যাপক জসিম উদ্দিন বলেন, জামায়াতের নিয়ম অনুযায়ী কাউকে অব্যাহতি দিলে তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হলে সিদ্ধান্ত নেওয়া যায়।

এর আগে, আসন্ন নির্বাচনে মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গত ১৩ সেপ্টেম্বর শতাধিক সমর্থক ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনে জামায়াতের মনোনীত প্রার্থী কামরুল হাসান মিলনের প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।