বগুড়ার নন্দীগ্রামে মাদ্রাসার অধ্যক্ষকে অপসারণের দাবিতে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সিংজানী ডি.এস.এস সিনিয়র আলিম মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা আধা ঘন্টার বেশি সময় মহাসড়ক অবরোধ করে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অনিয়ম অভিযোগ এনে অপসারণের দাবিতে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। মানববন্ধনটি চলাকালে বগুড়া নাটোর মহাসড়কের প্রায় এক কিলোমিটার রাস্তা আধা ঘন্টাব্যাপী বিভিন্ন যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে মাদ্রাসা শিক্ষক নন্দীগ্রাম থানা পুলিশ ও কুন্দরহাট হাইওয়ে থানা পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই সাইফুল বলেন, অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীরা একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ মানববন্ধন করছিল। এতে মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফেরত পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।