ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক কঠোর বার্তায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “যুক্তরাষ্ট্রের চাপ কখনোই মেনে নেবে না ইরান। আমরা আমাদের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করবো না।”
প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল জনসমাবেশে এ বক্তব্য দেন খামেনি। তিনি বলেন, “রাইসির শাসনামলে যুক্তরাষ্ট্রের কোনো প্ররোচনারই সুযোগ দেওয়া হয়নি। সেই নীতিই আগামীতেও বজায় থাকবে।”
খামেনি আরও বলেন, “আজকের ইরান যেকোনো ষড়যন্ত্র ও চাপ মোকাবেলায় পূর্ণ প্রস্তুত রয়েছে।” ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে একের পর এক হুমকি দিয়ে চলেছেন। এসবকে ‘রাজনৈতিক চাতুরী’ বলে উল্লেখ করে খামেনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থহীন আলোচনায় সময় নষ্ট করতে চায় না ইরান। পরমাণু আলোচনার নামে বিভ্রান্তিমূলক প্রচেষ্টা চললেও, সেগুলো বাস্তব সমাধান দিতে ব্যর্থ।”
বিশ্লেষকরা মনে করছেন, খামেনির এই বক্তব্য শুধু ট্রাম্পের হুমকির জবাবই নয়, বরং এটি ভবিষ্যৎ পরমাণু আলোচনার গতিপথ নিয়েও এক গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। একই সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার নতুন মাত্রায় পৌঁছানোর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।