ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা এনআইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) উদ্ধার করেছে পুলিশ ও জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তারা।এনআইডি কার্ডের সঙ্গে পোলিং অফিসারের বিপুল সংখ্যক কার্ড ও সীলও উদ্ধার করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় রাস্তার পাশে ময়লার ভাগাড় থেকে থেকে এগুলো উদ্ধার করা হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এনআইডি কার্ড এবং পোলিং অফিসারদের কার্ড ও সীল গাজীপুর সদর এলাকার। উদ্ধারের পর এগুলো নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিসের হেফাজতে রাখা রয়েছে। প্রত্যাক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় একটি সাদা গাড়িতে করে কয়েকজন লোক এসে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে পাঁচটি বস্তা ফেলে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর স্থানীয় কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড দিলে বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বলেন, পড়ে থাকা বস্তাগুলো দেখে প্রথমে ময়লার বস্তা মনে হলেও এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় বস্তাগুলো খুলতেই বেরিয়ে আসে এনআইডি কার্ড এবং নির্বাচন অফিসের কর্মকর্তাদের সীলসহ নানা গুরুত্বপূর্ণ সামগ্রী। বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কার্ডগুলো উদ্ধার করেন। এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং কার্ডগুলো উদ্ধার করে। কারা এগুলো ফেলে গেছে সে বিষয়ে তদন্ত চলছে। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান সাংবাদিকদের জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা এনআইডি কার্ডগুলো স্মার্টকার্ড নয়। সবগুলোই পুরনো কার্ড। কার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে, এগুলো নারায়ণগঞ্জ জেলার কোনো এলাকার কারও নয়। প্রায় সবগুলো কার্ডে ইস্যুকৃত ঠিকানা গাজীপুরের। এ বিষয়ে তদন্ত চলছে। কার্ড কতগুলো তা গণনা করলে জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

গণসংযোগে নিহত ১৫ মামলার আসামি সরওয়ার বিএনপির কেউ নন: আমীর খসরু

ফতুল্লায় ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার

আপডেট সময় ০৯:০০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা এনআইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) উদ্ধার করেছে পুলিশ ও জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তারা।এনআইডি কার্ডের সঙ্গে পোলিং অফিসারের বিপুল সংখ্যক কার্ড ও সীলও উদ্ধার করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় রাস্তার পাশে ময়লার ভাগাড় থেকে থেকে এগুলো উদ্ধার করা হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এনআইডি কার্ড এবং পোলিং অফিসারদের কার্ড ও সীল গাজীপুর সদর এলাকার। উদ্ধারের পর এগুলো নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিসের হেফাজতে রাখা রয়েছে। প্রত্যাক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় একটি সাদা গাড়িতে করে কয়েকজন লোক এসে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে পাঁচটি বস্তা ফেলে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর স্থানীয় কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড দিলে বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বলেন, পড়ে থাকা বস্তাগুলো দেখে প্রথমে ময়লার বস্তা মনে হলেও এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় বস্তাগুলো খুলতেই বেরিয়ে আসে এনআইডি কার্ড এবং নির্বাচন অফিসের কর্মকর্তাদের সীলসহ নানা গুরুত্বপূর্ণ সামগ্রী। বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কার্ডগুলো উদ্ধার করেন। এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং কার্ডগুলো উদ্ধার করে। কারা এগুলো ফেলে গেছে সে বিষয়ে তদন্ত চলছে। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান সাংবাদিকদের জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা এনআইডি কার্ডগুলো স্মার্টকার্ড নয়। সবগুলোই পুরনো কার্ড। কার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে, এগুলো নারায়ণগঞ্জ জেলার কোনো এলাকার কারও নয়। প্রায় সবগুলো কার্ডে ইস্যুকৃত ঠিকানা গাজীপুরের। এ বিষয়ে তদন্ত চলছে। কার্ড কতগুলো তা গণনা করলে জানা যাবে।