ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় আদালত থেকে পালালেন আসামি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৩৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৬ বার পড়া হয়েছে

বগুড়ায় আদালত চত্বরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে গেছে এক আসামী। ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পলাতক আসামীর নাম রফিকুল ইসলাম (৪০)। তার বাড়ি দুপচাচিয়া উপজেলার চকপাড়া গ্রামে। তিনি লসির আকন্দের ছেলে।রফিকুল ইসলামকে সোমবার বগুড়া জেলা কারাগার থেকে আদালতে হাজিরা দেওয়ার জন্য আনা হয়েছিল। হাজতখানা থেকে কারাগারে ফেরত নেওয়ার সময় আদালতের হাজতখানার সামনেই কৌশলে পালিয়ে যায় সে। এসময় দায়িত্বে থাকা পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামীটির পলায়ন ঘটায় চরম অস্বস্তি তৈরি হয়েছে।ঘটনার পরপরই আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালানো শুরু করে পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।স্থানীয়দের মতে, আদালতের মতো নিরাপদ স্থানে এমন ঘটনা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতার পরিচায়ক নয়, বরং নিরাপত্তার বড় ভাঙন। এ ঘটনায় আদালতপাড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, পলাতক আসামীকে দ্রুত ধরতে বিশেষ টিম কাজ শুরু করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হতে পারে।

 

 

জনপ্রিয় সংবাদ

ইসলামের দৃষ্টিতে প্রাকৃতিক দুর্যোগের কারণ ও প্রতিকার

বগুড়ায় আদালত থেকে পালালেন আসামি

আপডেট সময় ১২:৩৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় আদালত চত্বরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে গেছে এক আসামী। ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পলাতক আসামীর নাম রফিকুল ইসলাম (৪০)। তার বাড়ি দুপচাচিয়া উপজেলার চকপাড়া গ্রামে। তিনি লসির আকন্দের ছেলে।রফিকুল ইসলামকে সোমবার বগুড়া জেলা কারাগার থেকে আদালতে হাজিরা দেওয়ার জন্য আনা হয়েছিল। হাজতখানা থেকে কারাগারে ফেরত নেওয়ার সময় আদালতের হাজতখানার সামনেই কৌশলে পালিয়ে যায় সে। এসময় দায়িত্বে থাকা পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামীটির পলায়ন ঘটায় চরম অস্বস্তি তৈরি হয়েছে।ঘটনার পরপরই আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালানো শুরু করে পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।স্থানীয়দের মতে, আদালতের মতো নিরাপদ স্থানে এমন ঘটনা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতার পরিচায়ক নয়, বরং নিরাপত্তার বড় ভাঙন। এ ঘটনায় আদালতপাড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, পলাতক আসামীকে দ্রুত ধরতে বিশেষ টিম কাজ শুরু করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হতে পারে।