বাউল ফকির লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবসের প্রস্তুতি সভায় বাউলদের জন্য গাঁজা সেবনের অনুমতি চাওয়ায় জেলা প্রশাসকের তোপের মুখে পড়েছেন মোস্তাফিজুর রহমান নামে এক আইনজীবী। যা রীতিমতো তোলপাড় সৃষ্টি করে গোটা জেলাজুড়ে। ওই আইনজীবীর এমন বক্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও।সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে প্রস্তুতি সভায় লালনের অনুষ্ঠান কীভাবে নির্বিঘ্নে পালন করা যায়, সেই লক্ষ্যে উন্মুক্ত মতামত চান জেলা প্রশাসক ও লালন একাডেমীর সভাপতি। এ সময় ওই আইনজীবী তার বক্তব্যে ঘরবাড়ি ছাড়া বাউলদের জন্য গাঁজা সেবনের অনুমতি চান। লালন একাডেমীর সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমানের কথা থামিয়ে তার পরিচয় জানতে চান। জেলা প্রশাসক বলেন, আপনি মাদক নিয়ে কথা বলছেন তাও ডিষ্ট্রিক্ট ম্যাজিষ্ট্রেটের সামনে। এটা যে কত বড় ধৃষ্টতা!জেলা প্রশাসক ওই আইনজীবীকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনি ডিষ্ট্রিক্ট ম্যাজিষ্ট্রেটের সামনে বসে একটি গুরুতর কথা বলছেন। আপনার কি এতটুকু সেন্স নেই? এখানে লালন সাধুরা আছেন। তারা বলছেন মাদকের সাথে আমাদের লালন সাঁইয়ের জীবদ্দশার কোন সম্পর্ক নেই। অথচ আপনি মাদকের পক্ষে কথা বললেন।আইনজীবীর বক্তব্যে জেলা প্রশাসক সতর্ক করে বলেন, এরপর যদি এই ধরনের কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেয়া হবে।
জেলা প্রশাসকের কাছে গাঁজা সেবনের অনুমতি চাইলেন এক আইনজীবী
-
ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময় ০৬:২৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- ৫৬২ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ